• শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৬ শাওয়াল ১৪৪৫

দৈনিক জামালপুর

শোক দিবসে যমুনা সারকারখানায় রচনা-চিত্রাংকন প্রতিযোগিতা

দৈনিক জামালপুর

প্রকাশিত: ১৬ আগস্ট ২০২১  

জাতীয় শোক দিবস ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে জামালপুরের সরিষাবাড়ী যমুনা সারকারখানা এলাকায় ৮ শতাধিক দরিদ্র মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।

১৫ আগস্ট সকালে কারখানার আবাসিক এলাকায় ব্যবস্থাপনা কর্তৃপক্ষ ও শ্রমিক কর্মচারী ইউনিয়নের উদ্যোগে যমুনা সারকারখানার ব্যবস্থাপনা পরিচালক সুদীপ মজুমদার প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ খাদ্য সামগ্রী বিতরণ করেন।

এর আগে কারখানা এলাকায় স্থাপিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ ও প্রশাসন ভবনের সামনে জাতীয় পতাকা এবং কালো পতাকা উত্তোলন শেষে দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

এ ছাড়াও যমুনা সার কারখানা উচ্চমাধ্যমিক বিদ্যালয়ে ১৫ আগস্ট জাতীয় শোক দিবস ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদাৎ বার্ষিকীতে প্রথম শ্রেণি থেকে দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীদের রচনা ও চিত্রাংকন প্রতিযোগিতা এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়।

এ সময় উপস্থিত ছিলেন- যমুনা সারকারখানার মহাব্যবস্থাপক (প্রশাসন) মঈনুল হক, মহাব্যবস্থাপক (ই এন্ড আই) আব্দুল মান্নান, মহাব্যবস্থাপক (উৎপাদন) অশ্বিনি কুমার ঘোষ, শ্রমিক কর্মচারী ইউনিয়নের সভাপতি আব্দুস সালাম, সাধারণ সম্পাদক শফিকুর রহমান, কার্যকরী সভাপতি আনোয়ারুল ইসলাম লেবু, যুগ্মসম্পাদক খলিলুর রহমান, সহসভাপতি এম এইচ ফারুকী, অধ্যক্ষ অবনিন্দ্র নাথ বৈদ্য, প্রধান শিক্ষক নাছির মাহমুদ প্রমুখ।

অনুষ্ঠানে ৫ শতাধিক মানুষকে রান্না করা খাবার ও ৩ শতাধিক দরিদ্র ও কর্মহীন মানুষের মাঝে প্রতিজনকে চাল, ডাল, তেল, আলু, লবণ ও চিনি বিতরণ করা হয়।

দৈনিক জামালপুর
দৈনিক জামালপুর