• বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৫ ১৪৩১

  • || ০৮ শাওয়াল ১৪৪৫

দৈনিক জামালপুর

যমুনা সারকারখানায় শ্রমিক-কর্মচারীদের মাঝে সুরক্ষা সামগ্রী বিতরণ

দৈনিক জামালপুর

প্রকাশিত: ১৯ আগস্ট ২০২১  

জামালপুরের সরিষাবাড়ী তারাকান্দি যমুনা সারকারখানায় শ্রমিক-কর্মচারীদের মাঝে মাস্ক বিতরণ করা হয়েছে। ১৭ আগস্ট দুপুরে সারকারখানার প্রশাসনিক ভবনের হল মিলনায়তনে কারখানার প্রশাসন ও শ্রমিক কর্মচারী ইউনিয়নের উদ্যোগে এসব মাস্ক বিতরণ করা হয়।

যমুনা সারকারখানার ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী সুদীপ মজুমদার প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে ২ হাজার ৩০০ মাস্ক শ্রমিক ও কর্মচারীদের মাঝে বিতরণ করেন।

এ সময় প্রধান অতিথি বলেন, বৈশ্বিক করোনাভাইরাসের সংক্রমণ শুরু থেকে কারখানার শ্রমিক-কর্মচারীদের সুরক্ষার জন্য প্রশাসন কাজ করে যাচ্ছে। শ্রমিক ও কর্মচারীদের মধ্যে করোনাভাইরাস বিষয়ে সচেতনতামূলক প্রচার ও লিফলেট বিতরণ, মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার বিতরণসহ বিভিন্ন কাজ করে যাচ্ছে। এছাড়াও কারখানা এলাকায় পরিবহন শ্রমিকদের মাধ্যে খাদ্য সামগ্রী ও সুরক্ষা সামগ্রী বিতরণ করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন- যমুনা সারকারখানার বিভাগীয় প্রধান (ইউটি ব্যাগিং ও ইউরিয়া) অশ্বিনী কুমার ঘোষ, ব্যবস্থাপক (প্রশাসন) মো. দেলোয়ার হোসেন, শ্রমিক-কর্মচারী ইউনিয়নের সভাপতি আব্দুস সালাম, সাধারণ সম্পাদক শফিকুর রহমান, কার্যকরী সভাপতি আনোয়ারুল হক লেবুসহ কারখানার বিভিন্ন প্রশাসনের কর্মকর্তা ও কর্মচারী ইউনিয়নের নেতৃবৃন্দ।

দৈনিক জামালপুর
দৈনিক জামালপুর