• বুধবার ২৪ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১১ ১৪৩১

  • || ১৪ শাওয়াল ১৪৪৫

দৈনিক জামালপুর

সরিষাবাড়ীতে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলায় আটক ১

দৈনিক জামালপুর

প্রকাশিত: ১০ সেপ্টেম্বর ২০২১  

জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলায় রফিকুল ইসরাম নামে এক কাঠমিস্ত্রীকে আটক করেছে পুলিশ। ৮ সেপ্টেম্বর সকালে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়।

মামলা সূত্রে জানা যায়, উপজেলার ভাটারা ইউনিয়নের ফুলদহ গ্রামের মোসাহেব আলীর ছেলে রফিকুল ইসলাম। তিনি উপজেলাসহ বিভিন্ন এলাকায় বাড়িতে বাড়িতে গিয়ে কাঠমিস্ত্রীর কাজ করে আসছিল। সেই সুবাদে অভিযোগকারীনির বাড়িতে কাঠমিস্ত্রীর কাজ করার সুযোগ দেয়। কাঠমিস্ত্রীর কাজ করার সুবাদে অভিযোগকারীনির সাথে আসামির পরিচয় ঘটে। দীর্ঘদিন বাড়িতে ঘর নির্মাণের কাজ করায় প্রয়োজনে মোবাইল ফোনেও কথাবার্তা বলতেন তারা দু’জন। কিছুদিন পর রফিকুল কৌশলে বাথরুমে গোসল করার সময় ওই নারীর কিছু ছবি তুলে। সেই ছবিগুলো নগ্ন ছবির সাথে মাথা ইডিটিং করে ওই নারীর মোবাইল ইমুতে পাঠিয়ে দেয়। এক পর্যায়ে রফিকুল তাকে অনৈতিক প্রস্তাব দিয়ে মোটা অংকের টাকা দাবি করে আসছিল। এতে রাজি না হওয়ায় রফিকুল ফুসে উঠে। নিজের ইচ্ছা চরিতার্থ না করতে পেরে রফিকুল ওই নারী ছবি বিকৃত করে প্রচারপত্র আকারে তৈরি করে ওই মেয়ের ঘরে ও গ্রামের বিভিন্ন স্থানে ছড়িয়ে দেয়। বিষয়টি জানাজানি হলে ৭ সেপ্টেম্বর রাতে ওই মেয়ে থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করেন। পরে সরিষাবাড়ী থানা পুলিশ অভিযান চালিয়ে ৭ সেপ্টেম্বর রাতেই ভাটারা ইউনিয়নের গাবতলী বাজার থেকে রফিকুল ইসলামকে আটক করে।

এ ব্যাপারে মামলার তদন্ত কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) আরিফুল ইসলাম জানান, অভিযোগকারীনির ছবি বিকৃত করে প্রচারপত্র আকারে পোস্টারি করে বিভিন্ন জায়গায় ছড়িয়ে দিলে ওই নারী থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করেন। পরে পুলিশ অভিযান চালিয়ে তাকে আটক করে ৮ সেপ্টেম্বর সকালে জেল হাজতে পাঠায়।

দৈনিক জামালপুর
দৈনিক জামালপুর