• বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৫ শাওয়াল ১৪৪৫

দৈনিক জামালপুর

জামালপুর জেলা পুষ্টি সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত

দৈনিক জামালপুর

প্রকাশিত: ২৩ সেপ্টেম্বর ২০২১  

‘খাদ্যের কথা ভাবলে, পুষ্টির কথা ভাবুন’ এই শ্লোগান সামনে রেখে ২২ সেপ্টেম্বর জামালপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ত্রৈমাসিক জেলাপুষ্টি সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মুর্শেদা জামান।

সিভিল সার্জন চিকিৎসক প্রনয় কান্তি দাসের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় অন্যান্যের মাঝে আলোচনায় অংশ নেন জেলা মৎস্য কর্মকর্তা ড. কায়ছার মুহাম্মদ মইনুল হাসান, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. শহিদুল ইসলাম, উন্নয়ন সংঘের মানবসম্পদ উন্নয়ন পরিচালক সাংবাদিক জাহাঙ্গীর সেলিম, সিভিল সার্জন কার্যালয়ের কর্মকর্তা খলিলুর রহমান প্রমুখ।

সভায় পুষ্টি কার্যক্রমের অগ্রগতি প্রতিবেদন উপস্থাপন করেন ওয়ার্ল্ড ভিশনের বিংগস প্রকল্পের পুষ্টি কর্মকর্তা বজলুল কবীর জোয়ার্দার, এনএসভিসি প্রকল্পের পুষ্টি বিশেষজ্ঞ শাহজাহান কবীর, উন্নয়ন সংঘের জেলা ব্যবস্থাপক লিটন সরকার।

সভা সূত্রে জানা যায়, দেশের অন্যতম পুষ্টিহীনতার শিকার জনগোষ্ঠী অধ্যুষিত জেলা জামালপুরে পুষ্টিহীনতার কারণে শিশু মৃত্যু, মাতৃমৃত্যুসহ এ সংক্রান্ত নানা রোগব্যাধির প্রকোপ তুলনামূলক বেশী। এ অবস্থা উত্তরণে সরকারি, বেসরকারি প্রতিষ্ঠানগুলোর সমন্বিত উদ্যোগ দরকার। এ প্রেক্ষিতে সরকারের উন্নয়ন সহযোগী হিসেবে জামালপুরে ওয়ার্ল্ড ভিশনের বিংগস, এনএসভিসি প্রকল্প এবং উন্নয়ন সংঘ যৌথভাবে কাজ শুরু করেছে।

জেলা প্রশাসক মুর্শেদা জামান বলেন দেওয়ানগঞ্জ, ইসলামপুর ও সদরে এনজিওরা কাজ করছে এর জন্য ধন্যবাদ। পাশাপাশি জেলার বাকী উপজেলাগুলোতেও পুষ্টি কার্যক্রম সম্প্রসারণ করার জন্য ওয়ার্ল্ড ভিশন এবং উন্নয়ন সংঘের প্রতি আহ্বান জানান। তিনি সকলে একসাথে কাজ করার ফলে জেলায় শিশুদের পুষ্টিহীনতার মাত্রা কমে এসেছে বলে সন্তোষ প্রকাশ করেন।

দৈনিক জামালপুর
দৈনিক জামালপুর