• বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৫ শাওয়াল ১৪৪৫

দৈনিক জামালপুর

জামালপুরে এপির উদ্যোগে দুর্যোগ প্রশমন দিবস পালিত

দৈনিক জামালপুর

প্রকাশিত: ১৪ অক্টোবর ২০২১  

জামালপুরে উন্নয়ন সংঘ ও ওয়ার্ল্ড ভিশনের এরিয়া প্রোগ্রাম (এপি)’র আওতায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত হয়েছে। ১৩ অক্টোবর জামালপুর পৌরসভার বগাবাইদ উচ্চ বিদ্যালয়ের সভা কক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লিটুস লরেন্স চিরান। মুখ্য আলোচক ছিলেন জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মো. নায়েব আলী। এবারের দিবসটির প্রতিপাদ্য হলো ‘মুজিববর্ষের প্রতিশ্রুতি, জোরদার করি দুর্যোগ প্রস্তুতি।’

উন্নয়ন সংঘের মানবসম্পদ উন্নয়ন পরিচালক জাহাঙ্গীর সেলিমের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন জামালপুর পৌরসভার ১১ নম্বর ওয়ার্ড কাউন্সিলর এমদাদুল ইসলাম জীবন, ওয়ার্ল্ড ভিশনের এপির শিশু সুরক্ষা কর্মকর্তা সরজ হিউবার্ট গমেজ, হযরত শাহজামাল (রহ.) উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক ও গুয়াবাড়িয়া গ্রাম উন্নয়ন কমটিরি সভাপতি মো. আছাদুজ্জামান, ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলমগীর হোসেন প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন উন্নয়ন সংঘের এপির কমিউনিটি ডেভেলপমেন্ট অফিসার মারিও মুক্তি মন্ডল। সভায় জামালপুর পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের ৩০টি গ্রাম উন্নয়ন কমিটির প্রতিনিধি, উন্নয়ন সংঘের কর্মী ও স্বেচ্ছাসেবকসহ ৬০ জন প্রতিনিধি অংশ নেন।

উল্লেখ শিশুদের সর্বোত্তম সুরক্ষায় হংকং জনগণের আর্থিক সহায়তায় ওয়ার্ল্ড ভিশনের সাথে অংশিদারিত্বের ভিত্তিতে জামালপুর সদর উপজেলার লক্ষ্মীরচর, শরিফপুর ইউনিয়ন এবং জামালপুর পৌরসভার ১, ১০, ১১ এবং ১২ নম্বর ওয়ার্ডে এরিয়া প্রোগ্রামের কাজ শুরু করেছে। শিশু সুরক্ষা, পুষ্টি ও স্বাস্থ্য, জীবীকায়ন, দুর্যোগ ব্যবস্থাপনা এবং শিক্ষা উন্নয়নে এরিয়া প্রোগ্রাম ভূমিকা রাখবে বলে জানা যায়। এক হাজার ৫০০ শিশুকে স্পন্সরশিপ কার্যক্রমের আওতায় আনা হয়েছে।

দৈনিক জামালপুর
দৈনিক জামালপুর