• বুধবার ২৪ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১১ ১৪৩১

  • || ১৪ শাওয়াল ১৪৪৫

দৈনিক জামালপুর

বকশীগঞ্জে নারীর ক্ষমতায়ন বৃদ্ধি ও বাল্যবিয়ে রোধে মতবিনিময় সভা

দৈনিক জামালপুর

প্রকাশিত: ১৪ অক্টোবর ২০২১  

জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় নারীর ক্ষমতায়ন বৃদ্ধি, নারীদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করা, বাল্যবিয়ে রোধ করা বিষয়ে স্থানীয় গণমাধ্যমকর্মীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

কেয়ার বাংলাদেশ এর সহযোগিতায় ১৩ অক্টোবর বিকালে ইএসডিওর সৌহার্দ্য-৩ কর্মসূচির উদ্যোগে ধুমালীপাড়া সৌহার্দ্য-৩ কর্মসূচির কার্যালয়ে ওই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

মতবিনিময় সভায় কেয়ার বাংলাদেশ সৌহার্দ্য-৩ কর্মসূচির নারীর ক্ষমতায়ন এর উপদেষ্টা সৈয়দা আশরাফিজ জাহারিয়া প্রধান কর্মসূচি বাস্তবায়ন, সফলতা, নারীদের ক্ষমতায়ন কার্যক্রমে সম্পৃক্তকরণসহ বিভিন্ন বিষয়ে স্থানীয় সাংবাদিকদের সাথে কথা বলেন।

এসময় ইএসডিও সৌহার্দ্য-৩ কর্মসূচির প্রোগ্রাম ম্যানেজার আতাউর রহমান আনছারী, কেয়ার বাংলাদেশ এর টেকনিক্যাল ম্যানেজার (সৌহার্দ্য-৩ কর্মসূচি) মো. মাহমুদুল হাসান, ইএসডিও সৌহার্দ্য-৩ কর্মসূচির উপজেলা সমন্বয়কারী একেএম রফিকুল আলম, টেকনিক্যাল অফিসার রায়হান কবির, টেকনিক্যাল অফিসার নাদিম হোসেন সহ স্থানীয় গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

নারীদের ক্ষমতায়নের লক্ষ্যে বিভিন্ন কার্যক্রমে তাদের অংশগ্রহণ করানো, নারীর নেতৃত্ব তৈরি করা, তৃণমূল পর্যায়ের নারী ও পুরুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি করা, বাল্যবিয়ে প্রতিরোধে বিভিন্ন সামাজিক সংগঠনগুলোকে আরও জোরদার করা, নারী-পুরুষের মধ্যে সমতা নিশ্চিতকরণে কাজ করা সহ বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়।

দৈনিক জামালপুর
দৈনিক জামালপুর