• বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৫ শাওয়াল ১৪৪৫

দৈনিক জামালপুর

দেওয়ানগঞ্জে কৃষি সম্প্রসারণ সেবার কর্মপরিকল্পনা প্রণয়ন সভা অনুষ্ঠ

দৈনিক জামালপুর

প্রকাশিত: ২০ অক্টোবর ২০২১  

জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলায় ১৮ অক্টোবর ইউনিয়ন পর্যায়ে কৃষি সম্প্রসারণ সেবার কর্মপরিকল্পনা প্রণয়ন সভা অনুষ্ঠিত হয়েছে।

দেওয়ানগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ পরেশ চন্দ্র দাসের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যান্যের মধ্যে আলোচনায় অংশ নেন উন্নয়ন সংঘের এডিশনাল ডিরেক্টর মোর্শেদ, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর ইকোনমিক এন্ড ভেল্যুচেইন স্পেশালিস্ট অফিসার কৃষিবিদ ড. সাখাওয়াত হোসেন, উন্নয়ন সংঘের মনিটরিং কর্মকর্তা আব্দুল হালিম, ইকোনোমিক এন্ড ভেল্যুচেইন স্পেশালিস্ট অফিসার আশিকুর রহমান, দেওয়ানগঞ্জ উপজেলা কো-অর্ডিনেটর আবুল কালাম আজাদ।

অনুষ্ঠানে ডাংধরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহ মো. মাসুদ, দেওয়ানগঞ্জ ইউনিয়নের চেয়ারম্যান মো. ছামিউল হক, উপ-সহকারী কৃষি কর্মকর্তা মো. ওসমান গণিসহ সকল উপ-সহকারী কৃষি কর্মকর্তাগণ ও সিভিএ এবং পিজি সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

জানা যায়, ইউরোপিয়ান ইউনিয়নের অর্থায়নে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর অংশীদারীত্বে উন্নয়ন সংঘের বাস্তবায়নে বিংগস প্রকল্প বাস্তবায়ন হচ্ছে জামালপুর ও শেরপুর জেলায়। এর ধারাবাহিকতায় জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার ইউনিয়ন সমূহের কৃষি বিষয়ক কার্যক্রম হাতে নিয়েছে। যাতে পুষ্টি সমৃদ্ধ খাবার উৎপাদনের মাধ্যমে পুষ্টির মান উন্নয়নে ভূমিকা রাখবে।

দৈনিক জামালপুর
দৈনিক জামালপুর