• বুধবার ২৪ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১১ ১৪৩১

  • || ১৪ শাওয়াল ১৪৪৫

দৈনিক জামালপুর

সরিষাবাড়ীতে স্মৃতি সড়কের ভিত্তিপ্রস্তর স্থাপন

দৈনিক জামালপুর

প্রকাশিত: ১৩ নভেম্বর ২০২১  

জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় ১২ নভেম্বর সকালে অ্যাডভোকেট বদরুদ্দোজা বাহাদুর স্মৃতি সড়কের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী চিকিৎসক মো. মুরাদ হাসান এমপি।

জানা যায়, উপজেলার ডোয়াইল ইউনিয়নের দোলভিটি বাজার হইতে আমির সরকারের বাড়ি হরখালি বারেকের দোকান পর্যন্ত অ্যাডভোকেট বদরুদ্দোজা বাহাদুর স্মৃতি সড়ক এর ভিত্তিপ্রস্তর স্থাপন করেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী চিকিৎসক মো. মুরাদ হাসান এমপি। ১২ নভেম্বর দুপুরে স্মৃতি সড়কের ভিত্তিপ্রস্তর উদ্বোধন শেষে ডোয়াইল ইউনিয়ন আওয়ামী লীগ কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী। ওই সড়কের প্রাথমিক ব্যয় ধরা হয়েছে ১ কোটি ৩৭ লাখ ৯ হাজার ৪১০ টাকা।

আলোচনা সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উপমা ফারিসা, সহকারী কমিশনার (ভূমি) ফাইযুল ওয়াসীমা নাহাত, ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর রকিবুল হক, ডোয়াইল ইউপি চেয়ারম্যান নাসির উদ্দিন রতন, পৌর মেয়র মনির উদ্দিন, কাউন্সিলর সাখাওয়াতুল আলম মুকুল, আজমত আলী মাষ্টার, আনোয়ার হোসেন রাঙ্গা, যমুনা সার কারখানার সিবিএ সাধারণ সম্পাদক শফিকুর রহমান, কামাল উদ্দিন পাঠান, পিংনা ইউনিয়ন যুবলীগের সভাপতি সিদ্দিকুর রহমান, আব্দুর রাজ্জাক প্রমুখ উপস্থিত ছিলেন।

দৈনিক জামালপুর
দৈনিক জামালপুর