• বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৫ ১৪৩১

  • || ০৮ শাওয়াল ১৪৪৫

দৈনিক জামালপুর

দেওয়ানগঞ্জে জ্বালিয়ে ধ্বংস করা হয়েছে অবৈধ ড্রেজার

দৈনিক জামালপুর

প্রকাশিত: ১৮ নভেম্বর ২০২১  

বৃহস্পতিবার ১৮ নভেম্বর জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার সানন্দবাড়ী পিআইসি'র আওতাধীন চরআমখাওয়া ইউনিয়নে অভিযান পরিচালনা করেন দেওয়ানগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কামরুন্নাহার শেফা।

 চলমান অভিযানে চরআমখাওয়া ইউনিয়নের মকিরচর এলাকায় অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ২টি ড্রেজার মেশিন আগুনে জ্বালিয়ে দেওয়া হয় এবং প্রায় ৫০০ ফিট পাইপ ধ্বংস করা হয়। 

এসময় উপস্থিত ছিলেন সানন্দবাড়ী পিআইসি'র পুলিশ পরিদর্শক মোঃ জোয়াহের হোসেন খান, এস আই আফতাব হোসেন সহ পুলিশ টিম। চলমান অভিযানকে স্বাগত জানিয়েছেন এলাকার সচেতন মহল। তাদের মতে ড্রেজারে বালু উত্তোলনের কারণেই চরম ঝুঁকিতে রয়েছে সানন্দবাড়ী বাজার রক্ষা বাঁধ সহ বিভিন্ন সরকারি বেসরকারি স্থাপনা। চলমান অভিযানকে তোয়াক্কা না করেই সানন্দবাড়ী বাজার রক্ষা বাঁধের পূর্বত্তর পাশে আসন গেড়ে বালু উত্তোলনে ব্যস্ত ২টি ড্রেজার। তাদের শিকড় কি খুবই শক্ত? প্রশ্ন জনসাধারণের।

দৈনিক জামালপুর
দৈনিক জামালপুর