• শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৬ শাওয়াল ১৪৪৫

দৈনিক জামালপুর

দেওয়ানগঞ্জে কৃষকদের প্রশিক্ষণ অনুষ্ঠিত

দৈনিক জামালপুর

প্রকাশিত: ২৩ নভেম্বর ২০২১  

জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলায় মাটির স্বাস্থ্য সুরক্ষায় কৃষকদের জৈব সার ভার্মি কম্পোস্ট সার উৎপাদন ও ব্যবহারের দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে কৃষকদের প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।

২২ নভেম্বর সকালে দেওয়ানগঞ্জ কৃষক প্রশিক্ষণ সভাকক্ষে উপজেলা পরিষদের বাস্তবায়নে ও উপজেলা পরিচালন উন্নয়ন প্রকল্প (ইউজিডিপি) স্থানীয় সরকার বিভাগ সহায়তা, জাপান ইন্টারন্যাশনাল কো অপারেশন এজেন্সি ( জাইকা) প্রকল্পের আওতায় অনুষ্ঠিত প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান সোলেয়মান হোসেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কামরুন্নাহার শেফার সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যন দেওয়ান ইমরান, মহিলা ভাইস চেয়ারম্যান তাছলিমা আক্তার লিপি, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ পরশ চন্দ্র দাস, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আবুল হাসান রাজু, মাহমুদুল রহমান প্রমুখ।

দৈনিক জামালপুর
দৈনিক জামালপুর