• বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৪ ১৪৩০

  • || ১৭ রমজান ১৪৪৫

দৈনিক জামালপুর
সর্বশেষ:
চ্যালেঞ্জ মোকাবিলায় তৎপর হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশ সমগ্র বিশ্বে আত্মমর্যাদাশীল একটি জাতি : স্পিকার ভারতের কাছে পাঁচটি খাদ্যপণ্যের নিশ্চিত সরবরাহ চায় বাংলাদেশ চীনের সঙ্গে রাজনৈতিক-অফিসিয়াল যোগাযোগ বাড়াতে প্রস্তুত বাংলাদেশ হাঙ্গেরির প্রেসিডেন্টের কাছে বাংলাদেশি রাষ্ট্রদূতের পরিচয়পত্র পেশ বঙ্গবন্ধুকে হত্যার পর স্বাধীনতা ঘোষণার ইতিহাস বিকৃত করা হয় বাংলাদেশের সঙ্গে কাজ করতে প্রস্তুত অস্ট্রেলিয়া বাংলা নববর্ষ উদযাপনে মানতে হবে ১৩ নির্দেশনা পদ্মাসেতুর নির্মাণশৈলী দেখে মুগ্ধ ভুটানের রাজা অ্যানেসথেসিয়াজনিত দুর্ঘটনা প্রতিরোধে মন্ত্রণালয়ের ৬ দফা নির্দেশনা

সরিষাবাড়ীতে হেরোইনসহ এক মাদক ব্যবসায়ী আটক

দৈনিক জামালপুর

প্রকাশিত: ২৬ নভেম্বর ২০২১  

জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় ৫ গ্রাম হেরোইনসহ বুলবুল মিয়া ভুলু (৪২) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছেন পুলিশ সদস্যরা।

২৫ নভেম্বর সকালে তাকে আদালতে সোপর্দ করা হয়। আটক মাদক ব্যবসায়ী উপজেলার পিংনা ইউনিয়নের মো. মোস্তফা মিয়ার ছেলে।

পুলিশ সূত্র জানায়, আটক হওয়া আসামি দীর্ঘদিন ধরে উপজেলার বিভিন্ন স্থানে মাদক ক্রয় এবং বিক্রয় করে আসছিলো। গোপন সংবাদের ভিত্তিতে ২৪ নভেম্বর রাতে উপজেলার পিংনা ইউনিয়নের মর্তুজা আলমের বিকাশের দোকানের সংলগ্ন রাস্তা থেকে তারাকান্দি তদন্ত কেন্দ্রের পুলিশ উপ-পরিদর্শক (এসআই) সুলতানের নেতৃত্বে সহকারী পুলিশ উপ-পরিদর্শক আবু সামা ও মেহেদী মাসুদ এবং কনস্টেবল মনিরের সহযোগিতায় তাকে আটক করা হয়। এই সময় তার কাছ থেকে ৫ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।

এই বিষয়ে মামলার তদন্তকারী কর্মকর্তা পুলিশ উপ-পরিদর্শক (এসআই) ফয়জুর রহমান জানান, তার বিরুদ্ধে মাদক মামলা রুজু করে ২৫ নভেম্বর আদালতে পাঠানো হয়েছে।

দৈনিক জামালপুর
দৈনিক জামালপুর