• শনিবার ২০ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৭ ১৪৩১

  • || ১০ শাওয়াল ১৪৪৫

দৈনিক জামালপুর

বকশীগঞ্জে মামলা করে বিবাদির ভয়ে পরিবার নিয়ে পলাতক বাদি

দৈনিক জামালপুর

প্রকাশিত: ১৩ জানুয়ারি ২০২২  

জামালপুরের বকশীগঞ্জ উপজেলার দত্তেরচর গ্রামে জমিজমা বিরোধের জেড় ধরে একটি নিরীহ পরিবারের ওপর হামলার ঘটনায় মামলা দায়ের করার পর উল্টো বাড়ি ছাড়া হয়েছে বাদিসহ ওই পরিবারটি।

এ নিয়ে চরম নিরাপত্তাহীনতায় ভুগছে ওই পরিবারের সদস্যরা।

জানা গেছে, উপজেলার দত্তের চর গ্রামের নিরীহ আবিদের দলিলকৃত একখন্ড জমি জোর করে দখল নিতে তার বাড়ি ঘড়ে হামলা চালায় একই গ্রামের মোরাদুজ্জামান ও তার লোকজন। ওই হামলার শিকারের পর ভুক্তভোগী আবিদ ও তার পরিবার প্রাণের ভয়ে নিরাপত্তা হীনতায় বাড়ি ঘড় ছেড়ে পালিয়েছে।

এ ঘটনায় আবিদ হামলাকারী মোরাদুজ্জামানসহ তার লোকজনের বিরুদ্ধে বকশীগঞ্জ থানা ও কোর্টে মামলা করেন।

এতে আরো ক্ষিপ্ত হয়ে বিবাদী মোরাদুজ্জামান ও লোকজনরা আইনকে তোয়াক্কা না করে রীতি মত বীরদর্পনে বল প্রয়োগ করেই চলছে।

বাদী আবিদ প্রতিকার চেয়ে বিজ্ঞ আদালত ও থানায় পৃথক পৃথক ঘটনায় মামলা দায়ের করেছেন। বকশীগঞ্জ থানার মামলা নং-২৭, তারিখ-২৭/০৭/২০২১, জিআর কেস নং-১৭১ (২) ২১, জিআর কেস নং-৮৪/২১, দ্রæত বিচার মোকদ্দমা নং-১৭০/২০২১ ইং সিআর মোকদ্দমা নং-৩১৬(১) ২১, এছাড়াও পিটিশন মোকদ্দকা নং-৬৮৮/২০২১।

একটি মামলায় ইতোমধ্যে মোরাদুজ্জামানসহ চারজনের বিরুদ্ধে চার্জশীট প্রদান করা হয়েছে।

কিন্তু বিবাদীদের প্রকাশ্যে হুমকি ও জীবন নাশের হুমকিতে ভীত সন্ত্রস্ত্র হয়ে বাদী আবিদ ও তার পরিবার নিরাপত্তাহীনতায় ঘর বাড়ি ছেড়ে অন্যত্র পালিয়ে বেড়াচ্ছে। ভুক্তভোগী পরিবার আসামিদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সহযোগিতা কামনা করছেন।

দৈনিক জামালপুর
দৈনিক জামালপুর