• শনিবার ২০ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৭ ১৪৩১

  • || ১০ শাওয়াল ১৪৪৫

দৈনিক জামালপুর

সনদ পেল ইংলিশ স্পোকেন ও বিউটিফিকেশন কোর্সের প্রশিক্ষণার্থীরা

দৈনিক জামালপুর

প্রকাশিত: ১৩ জানুয়ারি ২০২২  

জামালপুর জেলা পরিষদে ইংলিশ স্পোকেন কোর্স ও বিউটিফিকেশন প্রশিক্ষণ কোর্সের ১০১ জন প্রশিক্ষণার্থীর মাঝে সনদপত্র বিতরণ করা হয়েছে। ১২ জানুয়ারি দুপুরে জেলা পরিষদ মিলনায়তনে সনদপত্র বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

জেলা পরিষদের চেয়ারম্যান ফারুক আহাম্মেদ চৌধুরীর সভাপতিত্বে সনদ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন স্থানীয় সরকার বিভাগের ময়মনসিংহ বিভাগীয় পরিচালক মো. আব্দুল আলিম। অধ্যাপক তারিকুল ফেরদৌসের সঞ্চালনায় এ অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জামালপুর জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা খন্দকার মোহাম্মদ আব্দুল্লাহ আল মাহমুদ, জামালপুর জেলা প্রশাসনের স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক দিলরুবা আহমেদ, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সৈয়দ আতিকুর রহমান ছানা, জামালপুর প্রেসক্লাবের সভাপতি হাফিজ রায়হান সাদা, ইংলিশ স্পোকেন কোর্সের প্রশিক্ষক রাজিব আহমেদ প্রমুখ। এছাড়াও অনুষ্ঠানে প্রশিক্ষণ নিয়ে উপকারভোগীদের মধ্যে ফারজানা আক্তার বিথি, সোহানুর রহমান, টুম্পা, রাকিব আহমেদ প্রমুখ বক্তব্য রাখেন।

পরে অনুষ্ঠানের প্রধান অতিথি স্থানীয় সরকার বিভাগের পরিচালক মো. আব্দুল আলিম ও অন্যান্য অতিথিবৃন্দ দুটি কোর্সের প্রশিক্ষণার্থীদের মাঝে সনদপত্র বিতরণ করেন। স্নাতক উত্তীর্ণ আগ্রহী বেকার ছাত্র-ছাত্রীদের দক্ষতা উন্নয়নের লক্ষ্যে জেলা পরিষদের উদ্যোগে চার মাসব্যাপী বিনামূল্যে ইংলিশ স্পোকেন কোর্সে ৬১ জন এবং বিউটিফিকেশন কোর্সে ৪০ জন প্রশিক্ষণার্থী অংশ নেন।

দৈনিক জামালপুর
দৈনিক জামালপুর