• বুধবার ২৪ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১১ ১৪৩১

  • || ১৪ শাওয়াল ১৪৪৫

দৈনিক জামালপুর

মেলান্দহে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী ঘোড়দৌড় আনন্দমেলা অনুষ্ঠিত

দৈনিক জামালপুর

প্রকাশিত: ১৬ জানুয়ারি ২০২২  

জামালপুরের মেলান্দহ উপজেলার ৩ নম্বর মাহমুদপুর ইউনিয়নের খাশিমারা গ্রামের চৌরাস্তা মোড় সংলগ্ন মাঠে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী ঘোড়দৌড় আনন্দমেলা অনুষ্ঠিত হয়েছে। ১৫ জানুয়ারি খাশিমারা গ্রামের আয়োজনে এ ঘোড়দৌড় আনন্দমেলা অনুষ্ঠিত হয়।

ঘোড়দৌড় আনন্দমেলায় সভাপতিত্ব করেন মেলা কমিটির সভাপতি ও খাশিমারা গ্রামের সমাজসেবক মো. সোহরাব মন্ডল।

খাশিমারা গ্রামের নবনির্বাচিত মেম্বার ও মেলা কমিটির সাধারণ সম্পাদক মো. সরোয়ার হোসেন সরুর সঞ্চালনায় প্রধান অতিথি থেকে পুরস্কার বিতরণ করেন মেলান্দহ উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও মাহমুদপুর ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান মোহাম্মদ আলী জিন্নাহ।

খেলায় দপট ও কদম দুটি প্রতিযোগিতায় জয় লাভ করে প্রথম পুরস্কার একটি ফ্রিজ লাভ করেন মাদারগঞ্জ উপজেলার কড়ইচুড়া ইউনিয়নের নজরুল ইসলাম।

এতে আরও উপস্থিত ছিলেন, দলিল লেখক আব্দুল হালিম সরকার, খাশিমারা গ্রামের কৃতি সন্তান ও কে পি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মুখলেছুর রহমান, জুবাইদুল ইসলাম লিলাক মিয়া, মো. আব্দুল্লাহ, নবনির্বাচিত মেম্বার নাজমুল সাকিব সরকার, মজনু মিয়া, লাঞ্জু মিয়া প্রমুখ।

মেলা পরিচালনা করেন শরাফত আলী, রেনু মেকার, জাফর, মজর, গোলাম মোস্তফা, বিকুল মিয়া, সোলায়মান প্রমুখ।

দৈনিক জামালপুর
দৈনিক জামালপুর