• শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৬ ১৪৩১

  • || ০৯ শাওয়াল ১৪৪৫

দৈনিক জামালপুর

ইসলামপুর ও দেওয়ানগঞ্জে উন্নয়ন সংঘের কার্যক্রম পরিদর্শন

দৈনিক জামালপুর

প্রকাশিত: ১৮ জানুয়ারি ২০২২  

প্রকল্পের চলমান অবস্থা পর্যবেক্ষণ এবং লক্ষ্যভুক্ত জনগোষ্ঠীর উপকারের ধরন ও প্রভাব নিবিড়ভাবে পর্যবেক্ষণ করতে জামালপুরের ইসলামপুর ও দেওয়ানগঞ্জ উপজেলায় উন্নয়ন সংঘের এনএসভিসি কার্যক্রম পরিদর্শন করেন যৌথ পরিবীক্ষণ দল। সরেজমিনে দেখতে মাঠে যান উপজেলা পর্যায়ের সরকারের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা এবং উন্নয়ন সংঘ ও ওয়ার্ল্ড ভিশনের প্রতিনিধিরা।

পরিবীক্ষণ ও মূল্যায়ন দলের প্রতিনিধিরা ১৭ জানুয়ারি ইসলামপুর উপজেলার গোয়ালেরচর ইউনিয়নের গোয়ালেরচর মধ্যপাড়া গ্রামে এনএসভিসি প্রকল্পের আওতায় শিশুর পুষ্টিকর খাবার রান্না ও সংরক্ষণ বিষয়ক প্রদর্শনী এবং ম্যানকেয়ার বিষয়ে এলাকাবাসীদের সম্পৃক্তকরণে সচেতনতামূলক সভায় অংশ নেন।

কার্যক্রম পরিদর্শন শেষে গোয়ালেরচর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. আব্দুর রহিম বাদশার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. এ এম এম আবু তাহের, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. ছানোয়ার হোসেন, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ফারুক আল ফয়সাল, মহিলা বিষয়ক অধিদপ্তরের ক্রেডিট সুপারভাইজার মো. আনোয়ার হোসেন, স্বাস্থ্য পরিদর্শক (ইনচার্জ) মনোয়ারা খাতুন ও স্বাস্থ্য পরিদর্শক হারুনুর রশিদ, উন্নয়ন সংঘের নির্বাহী পরিচালক মো. রফিকুল আলম মোল্লা, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর এনএসভিসি প্রকল্পের এগ্রিকালচার স্পেশালিস্ট সুনীল কুমার মৃধা, ইসলামপুর উপজেলার এনএসভিসি প্রকল্পের উপজেলা সমন্বয়কারী বিজন কুমার দেবসহ অন্যান্য কর্মকর্তাগণ।

অপরদিকে দেওয়ানগঞ্জের বাহাদুরাবাদ ইউনিয়নে এনএসভিসি প্রকল্পের একই ধরনের কার্যক্রম পরিদর্শন শেষে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কামরুন্নাহার শেফা। উন্নয়ন সংঘের সহকারী পরিচালক কর্মসূচি মুর্শেদ ইকবালের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যান্যের মধ্যে আলোচনায় অংশ নেন  সহকারী কমিশনার (ভূমি) অহনা জিন্নাত, উপজেলা স্বাস্থ্য কেন্দ্রের আবাসিক চিকিৎসা কর্মকর্তা ডা. এস এম রায়হান হাবিব, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল বিভাগের উপসহকারী প্রকৌশলী মো. রাকিবুল হাসান, উপজেলা কৃষি কর্মকর্তা পরেশ চন্দ্র দাস, উপজেলা সমাজসেবা কর্মকর্তা জয় কৃষ্ণ সরকার, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মাহমুদুর রহমান, ওয়ার্ল্ড ভিশনের এনএসভিসি প্রকল্পের পুষ্টি বিশেষজ্ঞ শাহজাহান কবীর, সাংবাদিক খাদেমুল ইসলাম, উন্নয়ন সংঘের এনএসভিসি প্রকল্পের উপজেলা সমন্বয়কারী শরীফ উদ্দিন, কৃষি কর্মকর্তা আবু রেজা মোহাম্মদ মাসুদ, পরিবীক্ষণ কর্মকর্তা তপন মানকিন প্রমুখ।

উভয় উপজেলায় এনএসভিসি প্রকল্পের কার্যক্রম পরিদর্শনের পর যৌথ পরিবীক্ষণ দলের সদস্যরা উন্নয়ন সংঘের পরিকল্পিতভাবে কার্যক্রম বাস্তবায়নের কৌশল এবং এলাকার উন্নয়নে ভূমিকা দেখে সন্তোষ প্রকাশ করেন।

উল্লেখ, অস্ট্রেলিয়া এইডের আর্থিক সহায়তায় ওয়ার্ল্ড ভিশনের সাথে অংশিদারিত্বের ভিত্তিতে উন্নয়ন সংঘ জামালপুর জেলার ইসলামপুর ও দেওয়ানগঞ্জ উপজেলায় নিউট্রিশন সেনসেটিভ ভ্যালু চেইন ফর স্মলহোল্ডার ফার্মারস (এনএসভিসি) প্রকল্পটি বাস্তবায়ন করছে।

দৈনিক জামালপুর
দৈনিক জামালপুর