• শনিবার ২০ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৬ ১৪৩১

  • || ১০ শাওয়াল ১৪৪৫

দৈনিক জামালপুর
সর্বশেষ:

অন্ধ হাফেজ চান সওদাগরের পাশে দাঁড়ালেন ঠিকাদার !

দৈনিক জামালপুর

প্রকাশিত: ২০ জানুয়ারি ২০২২  

অনলাইন নিউজ পোর্টাল সেবা হট নিউজ এ “দেওয়ানগঞ্জে অন্ধ হাফেজের মানবেতর জীবন” শিরোনামে সংবাদ প্রকাশের পর অসহায় ,দরিদ্র দৃষ্টি প্রতিবন্ধী কোরআনের হাফেজ চান সওদাগরের পাশে দাঁড়িয়েছেন বকশীগঞ্জ সদর ইউনিয়নের সূর্যনগর গ্রামের এক স্বনামধন্য ঠিকাদার ।

বৃহস্পতিবার দুপুরে সেই অন্ধ হাফেজকে তার ব্রেইল মেশিনটি সচল করতে নগদ ১৬ হাজার টাকা সহায়তা দিয়েছেন নাম প্রকাশে অনিচ্ছুক ওই ঠিকাদার।

জামালপুরের বকশীগগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মুন মুন জাহান লিজা তার কার্যালয়ে ওই ঠিকাদারের দেওয়া টাকা অন্ধ হাফেজের হাতে তুলে দেন। পাশাপাশি ইউএনও মুন মুন জাহান লিজা তাকে দুটি কম্বল প্রদান করেন। 

দেওয়ানগঞ্জ উপজেলার হাতীভাঙ্গা ইউনিয়নের পূর্ব আমখাওয়া গ্রামের বাসিন্দা অন্ধ হাফেজ চান সওদাগরের ব্রেইল মেশিনটি নষ্ট হয়ে গেলে আয়-রোজগারের অভাবে মানবেতর জীবন যাপন করতে থাকেন। 

এবিষয়ে গতকাল ১৯ জানুয়ারি বুধবার অনলাইন নিউজ পোর্টাল সেবা হট নিউজ ও দৈনিক জামালপুর এ “দেওয়ানগঞ্জে অন্ধ হাফেজের মানবেতর জীবন” শিরোনামে সংবাদ প্রকাশ পেলে বকশীগঞ্জ উপজেলার সূর্যনগর গ্রামের মানবিক এক ঠিকাদারের নজরে এলে তিনি নাম প্রকাশ না করার শর্তে ব্রেইল মেশিনটি সচল করতে নগদ ১৬ হাজার টাকা প্রদান করার ঘোষণা দেন।

বৃহস্পতিবার দুপরে ওই ঠিকাদার উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে অন্ধ হাফেজ চান সওদাগরের হাতে ১৬ হাজার টাকা প্রদান করেন। নগদ অর্থ পেয়ে অন্ধ হাফেজ চান সওদাগর জানান, এই টাকায় আমার নষ্ট হওয়া ব্রেইল মেশিনটি সচল করে সংসার চালাব। এজন্য আমি ওই ঠিকাদার ভাইয়ের প্রতি চির কৃতজ্ঞতা প্রকাশ করছি। 

দৈনিক জামালপুর
দৈনিক জামালপুর