• শনিবার ২০ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৭ ১৪৩১

  • || ১০ শাওয়াল ১৪৪৫

দৈনিক জামালপুর

ভাষা আন্দোলনের ৭০ বছর: ইসলামপুরে সর্বস্তরের বিনম্র শ্রদ্ধা

দৈনিক জামালপুর

প্রকাশিত: ২১ ফেব্রুয়ারি ২০২২  

যথাযোগ্য মর্যাদায় জামালপুরের ইসলামপুরে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে।

 

একুশের প্রথম প্রহরে রাত ১২টা ১ মিনিটে ইসলামপুর কেন্দ্রীয় শহীদ মিনারে ধর্ম প্রতিমন্ত্রী পক্ষে নেতৃবৃন্দ, উপজেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, মুক্তিযোদ্ধা সংসদ, প্রেসক্লাব, উপজেলা ও পৌর আওয়ামী লীগ,বিএনপি,জাতীয়পার্টি,ইসলাসপুর সরকারি কলেজ,সহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন শহীদ বেদীতে পুষ্পস্তবক অর্পণ করেন।

 

এ সময় উপজেলা পরিষদ চেয়ারম্যান এড.জামাল আব্দুন নাছের বাবুল, ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা রোকনুজ্জামান খান,ইসলামপুর সার্কেলের এএসপি সুমন মিয়া,অফিসার ইনচার্জ মাজেদুর রহমান,উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এড. আঃ সালাম, সহ সভাপতি আঃ লতিফ সরকার,জামাল আবু নাছের চৌধুরী চার্লেস,মুক্তিযোদ্ধা সাবেক কমান্ডার মানিকুল ইসলাম সহ অন্যন্যরা উপস্থিত ছিলেন।

 

পুস্পস্তবক অর্পণ শেষে শহীদদের বিদেহী আত্বা শান্তি কামনায় বিশেষ মোনাজাত করা হয়।

ভোরে আমার ভাইয়ের রক্তের রাঙ্গানো একুশে ফেব্রুয়ারী আমি কি ভূলতে পারি গানে গানে উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের আয়োজনে প্রভাত ফেরী বের করে শহীদ বেদীতে পূস্পস্তবক অর্পন করেন। 

দৈনিক জামালপুর
দৈনিক জামালপুর