• শনিবার ২০ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৭ ১৪৩১

  • || ১০ শাওয়াল ১৪৪৫

দৈনিক জামালপুর
সর্বশেষ:

দেওয়ানগঞ্জে সিএনজিযাত্রী মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশু নিহত

দৈনিক জামালপুর

প্রকাশিত: ২২ ফেব্রুয়ারি ২০২২  

জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলায় সিএনজি অটোরিকশা উল্টে মায়ের কোল থেকে ছিটকে রাস্তায় পড়ে আবু রায়হান নামের বিশ মাস বয়সী এক শিশু নিহত হয়েছে। ২২ ফেব্রুয়ারি সকালে উপজেলার ডাংধরা ইউনিয়নের পাথরের চর সেতুর টোল আদায় স্থানে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহত শিশুটি জেলার বকশীগঞ্জ উপজেলার বাট্টাজোড় ঝোরারপাড় এলাকার কৃষক শাহীন আলমের ছেলে।

শিশুটির পরিবার ও স্থানীয় সূত্র জানায়, জেলার বকশীগঞ্জ উপজেলার বাট্টাজোড় ঝোরার পাড় এলাকার কৃষক শাহীন আলম ও রেনুকা বেগম দম্পতি তাদের বিশ মাস বয়সী শিশুসন্তান আবু রায়হানকে নিয়ে ২২ ফেব্রুয়ারি সকালে সিএনজিযোগে কুড়িগ্রামের রৌমারী উপজেলায় আত্মীয়বাড়িতে বিয়ের দাওয়াতে যাচ্ছিলেন। পথে বেলা ১১টার দিকে দেওয়ানগঞ্জের ডাংধরা ইউনিয়নের পাথরের চর সেতুর টোল আদায় স্থানে বাঁশ নামায় ইজারাদারের লোকজনরা। এ সময় সিএনজিচালক আকস্মিক ব্রেক কষলে সিএনজিটি উল্টে যায়। এতে সিএনজিতে বসা মায়ের কোল থেকে ছিটকে রাস্তায় পড়ে ঘটনাস্থলেই নিহত হয় শিশু আবু রায়হান। দুর্ঘটনায় শিশুটির বাবা-মা সামান্য আহত হন।

খবর পেয়ে স্থানীয় সানন্দবাড়ী তদন্ত কেন্দ্রের পুলিশ শিশুটির লাশ উদ্ধার করে তদন্ত কেন্দ্রে নিয়ে যায়। এ সময় শিশুটির বাবা-মায়ের আবেদনের প্রেক্ষিতে বিনাময়নাতদন্তে লাশ তাদের কাছে হস্তান্তর করেছে পুলিশ।

সানন্দবাড়ী তদন্ত কেন্দ্রের ইনচার্জ পুলিশ পরিদর্শক মো. জোয়াহের হোসেন খান বলেন, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থল থেকে নিহত শিশুটির লাশ উদ্ধার করা হয়। তার বাবা-মায়ের আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই লাশ তাদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে এখনো পর্যন্ত থানায় কোন অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

দৈনিক জামালপুর
দৈনিক জামালপুর