• মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১০ ১৪৩১

  • || ১৩ শাওয়াল ১৪৪৫

দৈনিক জামালপুর
সর্বশেষ:

পলবান্ধা ইউনিয়নে অগ্নিকাণ্ডে কৃষকের শেষ সম্বল পুড়ে ছাই

দৈনিক জামালপুর

প্রকাশিত: ২৮ ফেব্রুয়ারি ২০২২  

জামালপুরের ইসলামপুরে অগ্নিকাণ্ডে অসহায় একটি হতদরিদ্র কৃষক পরিবাবের বসতবাড়ি পুড়ে ছাই হয়েছে। এসময় অগ্নিদ্বগ্ধ হয়ে শেষ সম্বল তিনটি গবাদি পশু মারা গেছে। রোববার ভোরে উপজেলার পলবান্ধা ইউনিয়নের সিরাজাবাদের মুন্সিপাড়া গ্রামে এ আগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন ওই ইউপির চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান কমল।

এলাকাবাসী সূত্রে জানা গেছে, উপজেলার সিরাজাবাদের মুন্সিপাড়া গ্রামের হতদরিদ্র কৃষক জুমুর আলী অন্য লোকের জমি বর্গা নিয়ে চাষাবাদ ও ধারদেনা করে তিনটি গবাদি পশু কিনে সংসার চালান। আর তা থেকে যা রোজগার হয় তা দিয়ে একটি টিনের চৌচালা ঘর ও একটি ঘোয়ালঘর নির্মাণ করেন। তা থেকে সংসার ভালোই চলছিল তার।
 
হঠাৎ করে রোববার ভোরে তার সুখের সংসার আগুন লেগে পুড়ে ছাই হয়ে যায়। খবর পেয়ে পাশের লোকজন ঘটনাস্থলে পৌঁছে দুই ঘন্টা পর্যন্ত চেষ্টা করে আগুন নেভায়। ততণে ঘরে থাকা ধান, চাল, কাপড়, আসবাবপত্রসহ উপার্জনের শেষ সম্বল তিনটি গবাদি পশু পুড়ে মারা যায়। অগ্নিকাণ্ডেপ্রায় ৫ লাখ টাকার য়তি হয়েছে।

খবর পেয়ে পলবান্ধা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান কমল সকালেই পুড়ে যাওয়া ক্ষতিগ্রস্ত পরিবারের বাড়িতে যান এবং তাদের সমবেদনা ও আর্থিক সহায়তার আশ্বাস দেন।

দৈনিক জামালপুর
দৈনিক জামালপুর