• শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৫ ১৪৩০

  • || ১৮ রমজান ১৪৪৫

দৈনিক জামালপুর

মাদারগঞ্জের কবি শাহনুর চুয়াডাঙ্গায় সংবর্ধিত

দৈনিক জামালপুর

প্রকাশিত: ২৩ মার্চ ২০২২  

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের স্মৃতি বিজড়িত চুয়াডাঙ্গা জেলার দামুড়হুড়া উপজেলার কার্পাসডাঙ্গার নজরুল স্মৃতি সাহিত্য সংসদের ৪র্থ বার্ষিকী উদযাপন উপলক্ষে জামালপুরের মাদারগঞ্জ উপজেলার কবি জাহাঙ্গীর আলম শাহানুরকে সংবর্ধনা প্রদান করেছে। 

নজরুল চেতনায় দেশ গড়বো শীর্ষক আলোচনা সভায় এই সংবর্ধনা প্রদান করা হয়। 

এ ছাড়াও শেরপুর জেলার বাসিন্দা-গাঙচিল আন্তর্জাতিক সাহিত্য সংস্কৃতি পরিষদের সাধারণ সম্পাদক কবি হারুনুর রশীদ, জামালপুর জেলার মেলান্দহের সৈকত সাহিত্য সংসদের প্রতিষ্ঠাতা পরিচালক, সৈকত সাহিত্য পত্রের সম্পাদক ও ইত্তেফাকের সাংবাদিক শাহ্ জামাল, কবি মাজহারুল ইসলাম, কবি আরিফুল ইসলাম লাভলুসহ বেশ ক’জনকে এই সম্মাননা প্রদান করা হয়। 

১৮ মার্চ সকাল ১০টায় নজরুলের স্মৃতিবিজড়িত স্থান কার্পাসডাঙ্গায় অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন-নজরুল স্মৃতি সাহিত্য সংসদের সভাপতি-কবি আব্দুল গফুর মাস্টার। কবি নজরুল ইসলামের স্মৃতিফলকে পুস্প স্তবক অর্পন ও বর্ণাঢ্য র‌্যালীর মধ্য দিয়ে অনুষ্ঠানের কার্যক্রম শুরু হয়। দিনব্যাপী অনুষ্ঠানে দেশের বিভিন্ন অঞ্চল থেকে নজরুল ভক্ত-গবেষক এবং কবি-লেখদের পদচারণা মূখরিত হয়।

ভিন্নভিন্ন পর্বে আলোচক ছিলেন-কৃষি মন্ত্রণালয়ের অবসরপ্রাপ্ত সচিব কবি ড. হামিদুর রহমান, চুয়াডাঙ্গা জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও দামুড়হুদা আ’লীগের সভাপতি মাহফুজুর রহমান মঞ্জু, সেন্ট্রাল ইউনিভার্সিটি অব. সাইন্স এন্ড টেকনোলজির বাংলা বিভাগের প্রফেসর-নজরুল গবেষক ড. সন্দীপক মল্লিক, চুয়াডাঙ্গা সরকারি কলেজের বাংলা বিভাগের অধ্যাপক-নজরুল গবেষক মুন্সি আবু সাইফ, কেরু এন্ড কোম্পানির সাবেক ডিজি কবি খালেকুজ্জামান, কার্পাসডাঙ্গা ইউপি চেয়ারম্যান হাবিবুর রহমান, বাংলা একামেডির আজীবন সদস্য কবি আতিক হেলাল, গাঙচিল আন্তর্জাতিক সাহিত্য সংস্কৃতি পরিষদের সাধারণ সম্পাদক হারুনুর রশিদ, দৈনিক মাথাভাঙ্গার বার্তা সম্পাদক-ছড়াকার আহাদ আলী মোল্লা, সৈকত সাহিত্য সংসদের প্রতিষ্ঠাতা পরিচালক ও ইত্তেফাকের সাংবাদকি মো. শাহ্ জামাল, কবি খালেকুজ্জামান, চার্চ অব বাংলাদেশের প্রতিনিধি প্রকৃতি বিশ^াস বকুল, নজরুল গবেষক এম. সিরাজুল ইসলাম, কবি গাজী মাজহারুল ইসলাম, কবি আরিফুল ইসলাম লাবলু, কবি আকলিমা খাতুন, কবি ও গীতিকার লাবলু হোসেন, কবি আজিম উদ্দিন বিশ^াস আজু ও কবি সাইফুল ইসলাম প্রমুখ।
 

দৈনিক জামালপুর
দৈনিক জামালপুর