• বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৫ শাওয়াল ১৪৪৫

দৈনিক জামালপুর

মেলান্দহ দলিল লেখকের বিরুদ্ধে জাল ডিসিআর দাখিলের অভিযোগ

দৈনিক জামালপুর

প্রকাশিত: ১২ এপ্রিল ২০২২  

জামালপুরের মেলান্দহে সাবরেজিস্ট্রি অফিসের দলিল লেখক মিলনের বিরুদ্ধে জাল কাগজপত্রে দলিল সম্পাদনের অভিযোগ পাওয়া গেছে। অভিযুক্ত দলিল লেখক মিলন (সনদ নং-১৩৮) ফুলকোচা গ্রামের মোকাদ্দেস আলীর ছেলে। 

সে গত ১০ এপ্রিল ডুপ্লিকেট ডিসিআর দিয়ে দলিল রেজিস্ট্রি করে সাবরেজিস্ট্রারের কাছে দাখিলকালে জালিয়াতির বিষয়টি হাতেনাতে ধরা পড়ে। সাবরেজিস্ট্রার উক্ত দলিলটি আটকে দেন। অধিকতর যাচাই বাছাইয়ে মিলনের সম্পাদিত দলিলের সাথে সংযুক্তিকৃত ডিসিআরটি জাল বলে প্রাথমিকভাবে প্রমানিত হয়। এ ঘটনায় গত ১১ এপ্রিল সাবরেজিস্ট্রার তাহিয়া জান্নাত তুলি স্বাক্ষরিত একপত্রে অভিযুক্ত দলিল লেখক মিলনের বিরুদ্ধে আইনী পদক্ষেপ নেয়া হবে না মর্মে সাত দিনের মধ্যে কারণ দর্শাতে বলা হয়েছে। এ ব্যাপারে কারণ দর্শানো নোটিশ পাবার কথা স্বীকার করে অভিযুক্ত মিলন জানান-আমার কাগজপত্র সঠিক ছিল। সাবরেজিস্ট্রার কেন দলিল আটকিয়েছেন, তা আমি জানি না।

দৈনিক জামালপুর
দৈনিক জামালপুর