• বুধবার ২৪ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১১ ১৪৩১

  • || ১৪ শাওয়াল ১৪৪৫

দৈনিক জামালপুর

দেওয়ানগঞ্জে ঈদুল ফিতর উপলক্ষে ভিজিএফের চাল বিতরণ

দৈনিক জামালপুর

প্রকাশিত: ২৮ এপ্রিল ২০২২  

জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলায় আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয়ের বরাদ্দকৃত ভিজিএফ কর্মসূচির আওতায় অসহায় দরিদ্র ও কর্মহীন মানুষদের মাঝে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঈদ উপহার চাল বিতরণ করা হয়েছে। ২৭ এপ্রিল সকালে চিকাজানি ইউনিয়নে চাল বিতরণের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কামরুন্নাহার শেফা।

জানা গেছে, উপজেলার ৮ টি ইউনিয়নের ৪৬ হাজার ৮২২টি পরিবারের জন্য ৪৬৮.২২০ মেট্রিকটন চাল বরাদ্দ করেছে দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয়।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মাজহারুল ইসলাম জানান, পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে উপজেলার ৮টি ইউনিয়নের ৪৬ হাজার ৮২২ পরিবারের অনুকূলে ১০ কেজি হারে ৪৬৮.২২০ মেট্রিক টন চাল বরাদ্দ পেয়েছি। ১০ কেজি হারে উপজেলার ডাংধরা ইউনিয়নে ৭ হাজার ৮০১ পরিবারে ৭৮.০১০ মে. টন, চরআমখাওয়া ইউনিয়নে ৭ হাজার ৫৯৪ পরিবারে ৭৫.৯৪০ মে. টন, পাররামরামপুর ইউনিয়নে ৬ হাজার ৩৩৬ পরিবারে ৬৩.৩৬০ মে. টন, বাহাদুরাবাদ ইউনিয়নে ৭ হাজার ৯৭৯ পরিবারে ৭৯.৭৯০ মে. টন, হাতীভাঙ্গা ইউনিয়নে ৩ হাজার ৯৮১ পরিবারে ৩৯.৮১০ মে. টন, চিকাজানি ইউনিয়নে ৫ হাজার ৮৯১ পরিবারে ৫৮.৯১০ মে. টন, চুকাইবাড়ী ২ হাজার ৮২২ পরিবারে ২৮. মে. টন, দেওয়ানগঞ্জ সদর ইউনিয়নে ৪ হাজার ৪১৮ পরিবারে ৪৪.১৮০ মেট্রিকটন ভিজিএফ এর চাল বিতরণ করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কামরুন্নাহার শেফা জানান, ঈদুল ফিতর উপলক্ষে দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয়ের বরাদ্দকৃত ভিজিএফ কর্মসূচির আওতায় প্রধানমন্ত্রীর উপহারের চাল উপজেলার ৮টি ইউনিয়নে বিতরণ অব্যাহত রয়েছে।

চাল বিতরণ করেন ডাংধরা ইউপি চেয়ারম্যান আজিজুর রহমান, চর আমখাওয়া ইউপি চেয়ারম্যান জিয়াউল ইসলাম, পাররামরামপুর ইউপি চেয়ারম্যান মো. সেলিম মিয়া, হাতীভাঙ্গা ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদ, বাহাদুরাবাদ ইউপি চেয়ারম্যান শাকিরুজ্জামান রাখাল, চিকাজানি ইউপি চেয়ারম্যান মমতাজ উদ্দিন আহাম্মেদ, চুকাইবাড়ী ইউপি চেয়ারম্যান সেলিম খাঁন, এসময় ট্যাগ কর্মকর্তা, ইউপি সচিব ও ইউপি সদস্যগণ উপস্থিত ছিলেন।

দৈনিক জামালপুর
দৈনিক জামালপুর