• বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৪ ১৪৩০

  • || ১৭ রমজান ১৪৪৫

দৈনিক জামালপুর
সর্বশেষ:

জামালপুরে বাতিঘরের উদ্যোগে দরিদ্রদের মাঝে ঈদ উপহার

দৈনিক জামালপুর

প্রকাশিত: ২৯ এপ্রিল ২০২২  

 জামালপুরের বেসরকারি উন্নয়ন সংগঠন বাতিঘরের উদ্যোগে ২৮ এপ্রিল দরিদ্র ও অসহায়দের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়।

জামালপুর জেলার সদর উপজেলার কেন্দুয়া ইউনিয়নের সাতকুড়া গ্রামে ১০০ জন হত দরিদ্র পরিবারের সদস্যদের মাঝে ঈদ উপহার হিসেবে প্রতিজনকে ১টি শাড়ি, ১টি লুঙ্গি, ২ কেজি পোলাও চাল, ১ লিটার সয়াবিন তেল, ১ কেজি চিনি, ১ প্যাকেট সেমাই, ১ কেজি মুশুরের ডাল, ২০০ গ্রাম গুড়ো দুধ, ১ প্যাকেট নুডলস বিতরণ করা হয়েছে।

বিতরণের সময় উপস্থিত ছিলেন বাতিঘরের চেয়ারম্যান মিজানুর রহমান ও সংস্থার নির্বাহী পরিচালক আজিজা সুলতানা।

জানা যায়, বাতিঘর জামালপুর সদর উপজেলায় হতদরিদ্র নারী, শিশু ও প্রতিবন্ধীদের উন্নয়নে বিভিন্ন কার্যক্রম বাস্তবায়ন করে আসছে। সংস্থাটি স্থানীয় জনগণের আর্থ সামিাজিক উন্নয়নে ২০১৮ সাল থেকে কাজ করে যাচ্ছে। বিশেষ করে প্রতিবন্ধী, ক্ষুদ্র জাতি গোষ্ঠীসহ বিপদাপন্ন মানুষের দুর্যোগে, সঙ্কটে দ্রুত সাড়া প্রদান করার চেষ্টা করে। ভবিষ্যতে বাতিঘর কর্ম এলাকা সম্প্রসারণ করে অধিক মানুষের সেবা কাজে আত্মনিয়োগ করার পরিকল্পনা নিয়েছে।

দৈনিক জামালপুর
দৈনিক জামালপুর