• বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৫ শাওয়াল ১৪৪৫

দৈনিক জামালপুর

পাররামরামপুরে প্রধানমন্ত্রীর ঈদ উপহার ভিজিএফের চাল বিতরণ

দৈনিক জামালপুর

প্রকাশিত: ১ মে ২০২২  

জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলায় আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয়ের বরাদ্দকৃত ভিজিএফ কর্মসূচির আওতায় অসহায় দরিদ্র ও কর্মহীন মানুষদের মাঝে প্রধানমন্ত্রীর ঈদ উপহার চাল বিতরণ করা হয়েছে। ২৯ এপ্রিল শুক্রবার সকালে উপজেলার পাররামরামপুর ইউনিয়ন পরিষদ থেকে চাল বিতরণ করেন নবনির্বাচিত চেয়ারম্যান মো. সেলিম মিয়া।

জানা গেছে, পাররামরামপুর ইউনিয়নে ৬ হাজার ৩৩৬টি পরিবারে প্রতি কার্ডধারীদের ১০ কেজি হিসাবে ৬৩.৩৬০ মে. টন বরাদ্দ করেন দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয়।

নবনির্বাচিত চেয়ারম্যান মো. সেলিম মিয়া জানান, পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা অসহায়, অসচ্ছল, বিধবা, প্রতিবন্ধীদের জন্য ভিজিএফ এর চাল বরাদ্দ দিয়েছেন। আমার অবহেলিত ইউনিয়নে যেন কোন অসহায় পরিবার ঈদের দিন না খেয়ে থাকতে হয়, তার জন্য আমি সঠিকভাবে পুরো ইউনিয়নে বন্টন করে দিয়েছি।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কামরুন্নাহার শেফা জানান, ঈদুল ফিতর উপলক্ষে দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয়ের বরাদ্দকৃত ভিজিএফ কর্মসূচির আওতায় প্রধানমন্ত্রীর উপহারের চাল উপজেলার ৮টি ইউনিয়নে বিতরণ অব্যাহত রয়েছে।

এসময় উপস্থিত ছিলেন- ট্যাগ কর্মকর্তা ফিরুজ মিয়া, সচিব আনোয়ারুল ইসলাম, ইউনিয়ন আওয়ামী লীগের (ভারঃ) সাধারণ সম্পাদক মাসুদ পারভেজ, ইউপি সদস্য তাওহিদুজ্জামান জীবনসহ সকল সদস্যবৃন্দ।

দৈনিক জামালপুর
দৈনিক জামালপুর