• বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৫ শাওয়াল ১৪৪৫

দৈনিক জামালপুর

বকশীগঞ্জে ধান ও চাল সংগ্রহের উদ্বোধন করলেন সাংসদ

দৈনিক জামালপুর

প্রকাশিত: ২০ মে ২০২২  

সারাদেশের ন্যায় জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় চলতি বোরো মৌসুমে ‘শেখ হাসিনার বাংলাদেশ, ক্ষুধা হবে নিরুদ্দেশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে বোরো ধান-চাল সংগ্রহ উদ্বোধন করা হয়েছে।

জানা যায়, উপজেলার বাসস্ট্যান্ড এলাকায় অবস্থিত সরকারি খাদ্য গুদামে ফিতা কেটে বোরো ধান-চাল সংগ্রহের উদ্বোধন করেন জামালপুর-১ আসনের সংসদ সদস্য ও পরিকল্পনা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি আবুল কালাম আজাদ।

এবারের বোরো মৌসুমে প্রতি কেজি চাল ৪০ টাকা দরে ৮১৪ মেট্রিকটন এবং ধান প্রতি কেজি ২৭ টাকা দরে ১ হাজার ৯৩৯ মেট্রিকটন সংগ্রহ নিধারিত করা হয়েছে।

এ সময় উপস্থিত ছিলেন- উপজেলা নির্বাহী কর্মকর্তা মুন মুন জাহান লিজা, পৌর মেয়র নজরুল ইসলাম সওদাগর, উপজেলা খাদ্য কর্মকর্তা আসাদুজ্জামান, খাদ্য গুদাম কর্মকর্তা (ভার:) শামিমা নাসরিন প্রমুখ।

দৈনিক জামালপুর
দৈনিক জামালপুর