• শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৫ ১৪৩০

  • || ১৮ রমজান ১৪৪৫

দৈনিক জামালপুর

জামালপুরে ভূমি মালিকদের মাঝে মাঠপর্চা বিতরণ

দৈনিক জামালপুর

প্রকাশিত: ১৯ জুন ২০২২  

জামালপুর পৌরসভায় আধুনিক ও ডিজিটাল পদ্ধতিতে ভূমি জরিপ শেষে ১৮ জুন এলাকার ভূমিমালিকদের মাঝে মাঠপর্চা বিতরণ করা হয়। তিরুথা আব্দুল বারেক সাহেবের বাড়িতে পর্চা বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশিষ্ট মানাধিকার কর্মী ও সাংবাদিক জাহাঙ্গীর সেলিম।

পর্চা বিতরণকালে উপস্থিত ছিলেন সার্ভেয়ার ও টিমলিডার মোহাম্মদ রুহুল আমিন, সর্দার আমিন গোলাম মোস্তফা, বদর আমিন সাইফুল ইসলাম, চেইনম্যান গাজী নাছির উদ্দিনসহ এলাকার অর্ধশতাধিক ভূমি মালিক।

জামালপুর পৌরসভার বন্ধতীর্থ মৌজার ৫২ নং জেল ও ২ নং সীটের আওতায় ৫০০ খতিয়ানের মধ্যে ৪২০টি খতিয়ান জরিপ শেষ হয়েছে। বাকী ৮০টির জরিপ আগামী এক সপ্তাহের মধ্যে শেষ হবে বলে জরিপকারীরা জানান।

ভূমি মালিক মিয়ার উদ্দিন মাস্টার বলেন, আন্যান্য এলাকায় জরিপকারীদের ব্যপারে অভিযোগ থাকলেও ২নং সিটের আওতায় বিশেষ করে সার্ভেয়ার রুহুল অমিন সাহেবের নামে কোন মালিকের পক্ষে এখন পর্যন্ত কোন অভিযোগ উঠে নাই।

অপর ভূমি মালিক জয়নাল আবেদীন বলেন, এই টিম দ্রুত সময়ের মধ্যে বিরোধ নিষ্পত্তি করে শান্তিপূর্ণ উপায়ে ও পরিবেশে জরিপের কাজ শেষ করেন। আমরা খুবই খুশি।

নারী ভূমি মালিক শরিফা বেগম পর্চা হাতে পেয়ে খুশি হয়ে বলেন, এত সহজে ও দ্রুত সময়ের মধ্যে টাকা পয়সা ছাড়াই পর্চা হাতে পাবো তা ভাবি নাই।

দরিদ্র কৃষক ও অল্প জমির মালিক গনি মিয়া বলেন, আমরা কোন হয়রানীর শিকার হইনি।

এ ব্যাপারে মুঠোফোনে আঞ্চলিক সেটেলমেন্ট কর্মকর্তা (জেডএসও) জন কেনেডি জাম্বিল বলেন, আমরা স্বচ্ছতার সাথে জরিপ কাজ করার চেষ্টা করছি। এরপরও যদি কেউ অনৈতিক কিছু দাবি করে তখন সরাসরি আমাকে অভিযোগ করতে পারেন। অভিযোগকারী তথ্য প্রমাণসহ উপস্থাপন করলে ওই কর্মচারির বিরুদ্ধে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হবে।

দৈনিক জামালপুর
দৈনিক জামালপুর