• শনিবার ২০ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৬ ১৪৩১

  • || ১০ শাওয়াল ১৪৪৫

দৈনিক জামালপুর

জামালপুরে নবজাতকের বিপদচিহ্ন চিহ্নিতকরণ বিষয়ে মা সমাবেশ

দৈনিক জামালপুর

প্রকাশিত: ২০ জুন ২০২২  

নবজাতকের বিপদচিহ্ন চিহ্নিতকরণ এবং সেবাগ্রহণের মাধ্যমে শিশু মৃত্যু হ্রাসকরণের লক্ষ্যে জামালপুর সদর উপজেলার কেন্দুয়া ইউনিয়নের গহেরপাড় কমিউনিটি ক্লিনিক এক মা সমাবেশ অনুষ্ঠিত এক অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হয়। এতে মুখ্য আলোচক হিসেবে দায়িত্ব পালন করেন সিভিল সার্জন সার্জন কার্যালয়ের জুনিয়র স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা আনিছুর রহমান।

মা সমাবেশে সহকারী সহকারী স্বাস্থ্য পরিদর্শক আব্দুল করিম, কমিউনিটি গ্রুপের সহসভাপতি সবুজ মিয়া প্রমুখ। একই দিন সদর উপজেলার কৈডোলা কমিউনিটি ক্লিনিক প্রাঙ্গনেও উদ্বুদ্ধকরণ মা সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে সার্বিক সহায়তা করেন সিএইচসিপি জুমা দেব। দুটি সমাবেশেই এলাকার মাদের পাশাপাশি স্বাস্থ্য সহকারী, পরিবার পরিকল্পনা সহকারী, সিজি সদস্যরা অংশ নেন। মা সমাবেশের পাশাপাশি লিফলেট বিতরণ, টি সার্ট বিতরণ ও বুকলেট বিতরণ করা হয়।

স্বাস্থ্য শিক্ষা ব্যুরোর লাইফস্টাইল, হেলথ এডুকেশন এন্ড প্রমোশন এর আওতায় জামালপুর স্বাস্থ্য বিভাগ আয়োজিত উদ্বুদ্ধকরণ সভায় উপস্থিত সকলের সক্রিয় অংশগ্রহণ ।

সমাবেশ সূত্রে, নবজাতকের ৬টি বিপদচিহ্ন সম্পর্কে জানা যায়, মায়ের দুধ টেনে খেতে না পারা বা না চোষা, নিস্তেজ হয়ে যাওয়া, জ¦র বা শরীর ঠান্ডা হয়ে যাওয়া, খিঁচুনি হওয়া, শান্ত অবস্থায় ঘন ঘন শ্বাস, নাভী পাকা বা লালবর্ণ ধারণ, পেট ফুলে যাওয়া বা অনবরত বমি হওয়া, চোথ ফুলে লাল হয়ে পুঁজ পড়া।

নবজাতকের কোন একটি বিপদচিহ্ন দেখা দিলে সাথে সাথে স্থানীয় স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যেতে হবে। নবজাতকের ওজন ২ হাজার গ্রামের কম হলে সাথে সাথে নিকটস্থ হাসপাতালে ভর্তি করাতে হবে। কোন প্রকার কবিরাজ, গ্রাম ডাক্তার বা ঝাড়, ফোকের আশ্রয় নিলে শিশুর মৃত্য ঝুঁকি সৃষ্টি হতে পারে এবং মৃত্যুও হতে পারে।

দৈনিক জামালপুর
দৈনিক জামালপুর