• শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৬ শাওয়াল ১৪৪৫

দৈনিক জামালপুর

সরিষাবাড়ীতে যমুনা নদীর বাম তীর রক্ষা বাঁধে ধস, হুমকির মুখে মহাসড়ক

দৈনিক জামালপুর

প্রকাশিত: ২৯ জুন ২০২২  

জামালপুরের সরিষাবাড়ীতে যমুনা নদীর বাম তীর রক্ষা বাঁধে ধস দেখা দিয়েছে। এতে মহাসড়কসহ বসতভিটা হুমকির মুখে পড়েছে। খুব শীঘ্রই জিও ব্যাগ ফেলা না হলে স্থানীয়দের আতঙ্ক কাটবে না বলে জানিয়েছেন পিংনা ইউপি চেয়ারম্যান।

সরজমিনে ২৮ জুন দুপুরে খোঁজ নিতে গেলে স্থানীয়রা জানান, উপজেলার পিংনা ইউনিয়নের পিংনা উত্তরপাড়া এলাকায় নদীর তীর রক্ষা বাঁধের প্রায় ২০ মিটারে ধস দেখা দিয়েছে। বন্যার পানি কমতে শুরু করায় বানভাসিদের মাঝে কিছুটা স্বস্তি ফিরলেও বাধে ধস নামায় আতঙ্কে রয়েছেন স্থানীয়রা।এ বাধ ভেঙ্গে গেলে বসতবাড়ি, ফসলী জমিসহ নানা স্থাপনা হুমকির মুখে পড়বে। সম্প্রতি বন্যার পানি কমতে শুরু করায় বাধে ধস দেখা দেয়। এতে পিংনা উত্তর পাড়া এলাকার ছকমানের (ছক্কার) বাড়ি সংলগ্ন যমুনার বামতীর রক্ষা বাঁধের প্রায় ২০ মিটার ধসে যায়।

স্থানীয়দের মধ্যে ব্যবসায়ী রনজু মিয়া, আনিছুর রহমান ও আজহারুল ইসলাম বলেন, এ বাঁধ ভেঙ্গে গেলে তাদের মরণ ছাড়া উপায় কোন উপায় থাকবে না। সবকিছু ভাসিয়ে নিয়ে যাবে। কিছুই রক্ষা করা যাবে না। শতশত বিঘা জমি পানিতে তলিয়ে যাবে। এ নিয়ে তারা খুবই আতঙ্কে আছেন। এছাড়া বাঁধ ভেঙ্গে গেলে তারাকান্দি-ভুয়াপুর মহাসড়কটিও হুমকির মুখে পড়বে বলেও জানান তারা।

পিংনা ইউপি চেয়ারম্যান নজরুল ইসলাম বলেন, বন্যার পানি কমলেও নদীর বামতীর রক্ষা বাঁধে ধস দেখা দিয়েছে। বাঁধ রক্ষায় দ্রুত জিও ব্যাগ ফেলা উচিৎ। তা না হলে বাঁধ রক্ষা করা কঠিন হয়ে পড়বে বলেও জানান তিনি।

এ বিষয়ে জামালপুর পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ আবু সাঈদ জানান, তিনি বিষয়টি শুনেছে। নদীর বাম তীর রক্ষা বাঁধ মেরামতের জন্য দ্রুত ব্যাবস্থা নেওয়া হবে বলেও তিনি জানান।

দৈনিক জামালপুর
দৈনিক জামালপুর