• শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৪ ১৪৩০

  • || ১৮ রমজান ১৪৪৫

দৈনিক জামালপুর

কারাতে শিক্ষা শুধু ক্রীড়াই নয়, জীবনরক্ষাকারীও বটে : আতিক মোর্শেদ

দৈনিক জামালপুর

প্রকাশিত: ১১ আগস্ট ২০২২  

মার্শাল আর্ট ফাউন্ডেশনের চেয়ারম্যান আতিক মোর্শেদ কারাতে প্রশিক্ষণার্থীদের উদ্দেশে বলেছেন, কারাতেকে আমি হৃদয় দিয়ে ভালোবাসি। অনেক কষ্ট করেছি। এখন আর কষ্ট মনে হয় না। কারাতেকে আমি হৃদয়ে ধারণ করি। যতটুক পারি তোমাদের দেওয়ার চেষ্টা করি। কষ্ট করে ধরে রাখো। কারাতে শিক্ষা শুধু ক্রীড়াই নয়, জীবনরক্ষাকারীও বটে।

জামালপুর জেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় মার্শাল আর্ট ফাউন্ডেশনের আয়োজনে তিনদিনের শতকান কারাতে প্রশিক্ষণ কর্মশালার সমাপণী দিন ছিল ১০ আগস্ট। এদিন বিকেলে কারাতে প্রশিক্ষণার্থীদের হাতে সনদ তুলে দেওয়া হয়। সনদ দেওয়ার আগে সংক্ষিপ্ত বক্তৃতায় নিজের অভিজ্ঞতা ও কারাতে শিক্ষার গুরুত্ব তুলে ধরেন মার্শাল আর্ট ফাউন্ডেশনের চেয়ারম্যান আতিক মোর্শেদ।

আতিক মোর্শেদ আরো বলেন, তোমরা যখন বড় হবা আরো বেশি কষ্ট করতে হবে। কষ্টের মাঝে অনেক মজা আছে। কষ্ট করে করে যত দক্ষ হবে ততই এগিয়ে যাবে তোমরা। মনে রাখবে সৃষ্টিকর্তা সারা দুনিয়া মানুষের জন্যই সৃষ্টি করেছেন। তোমরা এখন ছোট। তোমাদের মাঝেই অনেক অনেক সম্ভাবনা লুকিয়ে আছে। তোমাদের যত সম্ভাবনা আছে কাজে লাগাও। নিয়মিত চর্চা করে যাও। আমি পথ দেখাবো। তোমরা আবিষ্কার করবে। তোমাকে ঘুরতে হবে না। একদিন পৃথিবীই তোমার পেছনে ঘুরবে।

সমাপণী পর্বে সভাপতিত্ব করেন আইনজীবী ও সাংবাদিক ইউছুফ আলী। এ সময় বক্তব্য রাখেন জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মির্জা জিল্লুর রহমান শিপন, আইনজীবী নুরুল করিম ছোটন, জেলা ক্রীড়া সংস্থার কোষাধ্যক্ষ মোহাম্মদ নূরন নবী ভুইয়া, নতুন কুড়ি স্কুলের পরিচালক হাসান জামান কল্লোল, মার্শাল আর্ট ফাউন্ডেশনের জামালপুর জেলা পরিচালক ও যমুনা টিভি চ্যানেলের সাংবাদিক শোয়েব হোসেন প্রমুখ।

আলোচনা সভা শেষে কারাতে প্রশিক্ষণার্থীদের মাঝে সনদ বিতরণ করা হয়। মির্জা আজম হ্যান্ডবল অডিটোরিয়ামে ৮ আগস্ট থেকে ১০ আগস্ট এই তিনদিনের প্রশিক্ষণ কর্মশালায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ৭০ জন খুদে শিক্ষার্থী অংশ নেয়। এতে প্রশিক্ষকের দায়িত্ব পালন করেন মার্শাল আর্ট ফাউন্ডেশনের চেয়ারম্যান আতিক মোর্শেদ ও জামালপুর জেলা পরিচালক সাংবাদিক শোয়েব হোসেন।

দৈনিক জামালপুর
দৈনিক জামালপুর