• বৃহস্পতিবার ২১ সেপ্টেম্বর ২০২৩ ||

  • আশ্বিন ৬ ১৪৩০

  • || ০৫ রবিউল আউয়াল ১৪৪৫

দৈনিক জামালপুর

ইসলামপুরে ৩শ লিটার মদসহ নারী আটক

দৈনিক জামালপুর

প্রকাশিত: ১২ আগস্ট ২০২২  

জামালপুরের ইসলামপুরে ৩শ লিটার চোলাই (বাংলা মদ) সহ এক নারীকে আটক করেছে থানা পুলিশ। বৃহস্পতিবার সন্ধ্যা অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। 

জানাগেছে,ইসলামপুর সার্কেলের সিনিয়র এএসপি সুমন মিয়া নির্দেশে উপজেলার নোয়ারপাড়া ইউনিয়নের তাড়তাপাড়া গ্রামের সাহেব বাজার এলাকা বাংলা মদ বেচা-কেনার খবর পেয়ে অভিযান চালায় পুলিশ। অভিযানে রতন রবি দাসের বাড়ী থেকে ৩শত লিটার চোলাই মদ উদ্ধার করা হয়। এ সময় স্ত্রী শ্রীমতি বাতাসি রবি দাস(৩০) কে আটক করে পুলিশ। 

আটকৃত নারী প্রাথমিক জিজ্ঞাসাবাদে দীর্ঘদিন যাবৎ মদ বিক্রি করে আসছে বলে স্বীকার করে।

ইসলামপুর থানার অফিসার ইনচার্জ মাজেদুর রহমান জানান- আটক মহিলার বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলায় আদালতে প্রেরন করা হয়েছে।

দৈনিক জামালপুর
দৈনিক জামালপুর