• শনিবার ২০ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৭ ১৪৩১

  • || ১০ শাওয়াল ১৪৪৫

দৈনিক জামালপুর

সুস্থ সমাজ গড়তে মাদক, সন্ত্রাস, বাল্যবিবাহ ও ইভটিজিং রোধ করতে হবে

দৈনিক জামালপুর

প্রকাশিত: ৩১ আগস্ট ২০২২  

সুস্থ ও সুন্দর একটি সমাজ গড়তে সবার আগে মাদক, সন্ত্রাস, বাল্যবিবাহ ও ইভটিজিং রোধ করতে হবে বলে বক্তব্য রাখেন সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ মহব্বত কবীর।

৩০ আগস্ট দুপুরে উপজেলার ভাটারা ইউনিয়নের আব্দুর রেজ্জাক খান আদর্শ উচ্চ বিদ্যালয়ে বিট-পুলিশিং মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে তিনি এসব কথা বলেন।

ওসি মহব্বত কবীর আরও বলেন, আইনশৃঙ্খলা বজায় রাখতে পুলিশ সর্বদাই মাঠে কাজ করে যাচ্ছে। মাদকের হাত থেকে যুব সমাজকে রক্ষা করতে হলে মাদকের কুফল সম্পর্কে তাদের বুঝাতে হবে। এটি নিজ নিজ পরিবার থেকে আগে শুরু করতে হবে। যে কোন অপরাধ দমনে থানা পুলিশকে অবহিত করতে হবে। পুলিশ সর্বদাই মাদক, সন্ত্রাস, বাল্যবিবাহ ও ইভটিজিংসহ সব ধরনের অপরাধ নির্মূলে প্রস্তুত রয়েছে। সবাই মিলে এসব অপরাধ দমনে কাজ করলে তাহলেই একটি সুন্দর সমাজ গঠন করা যাবে বলে তিনি বক্তব্য রাখেন।

ভাটারা আব্দুর রেজ্জাক খান আদর্শ উচ্চ বিদ্যালয়ে সভাপতি রফিকুল ইসলামের সভাপতিত্বে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন উপজেলা একাডেমি সুপারভাইজার রুহুল আমিন বেগ, বিদ্যালয়ের প্রধান শিক্ষক শফিকুল ইসলাম, ভাটারা বিট পুলিশিং কর্মকর্তা এসআই মোর্শেদ আলম, এসআই ছাইফুল ইসলাম প্রমুখ।

এসময় স্থানীয় ব্যক্তিবর্গ, শিক্ষক ও বিদ্যালয়ের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

দৈনিক জামালপুর
দৈনিক জামালপুর