• বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৪ ১৪৩০

  • || ১৭ রমজান ১৪৪৫

দৈনিক জামালপুর
সর্বশেষ:
চ্যালেঞ্জ মোকাবিলায় তৎপর হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশ সমগ্র বিশ্বে আত্মমর্যাদাশীল একটি জাতি : স্পিকার ভারতের কাছে পাঁচটি খাদ্যপণ্যের নিশ্চিত সরবরাহ চায় বাংলাদেশ চীনের সঙ্গে রাজনৈতিক-অফিসিয়াল যোগাযোগ বাড়াতে প্রস্তুত বাংলাদেশ হাঙ্গেরির প্রেসিডেন্টের কাছে বাংলাদেশি রাষ্ট্রদূতের পরিচয়পত্র পেশ বঙ্গবন্ধুকে হত্যার পর স্বাধীনতা ঘোষণার ইতিহাস বিকৃত করা হয় বাংলাদেশের সঙ্গে কাজ করতে প্রস্তুত অস্ট্রেলিয়া বাংলা নববর্ষ উদযাপনে মানতে হবে ১৩ নির্দেশনা পদ্মাসেতুর নির্মাণশৈলী দেখে মুগ্ধ ভুটানের রাজা অ্যানেসথেসিয়াজনিত দুর্ঘটনা প্রতিরোধে মন্ত্রণালয়ের ৬ দফা নির্দেশনা

সরিষাবাড়ীতে ইটের ডিলে প্রতিবেশী নিহতের ঘটনায় থানায় মামলা

দৈনিক জামালপুর

প্রকাশিত: ২০ সেপ্টেম্বর ২০২২  

জামালপুরে সরিষাবাড়ীতে বাবা ছেলের মারামারি ফেরাতে গিয়ে প্রতিবেশী মেহেরুন্নেছা নিহতের ঘটনায় থানায় মামলা দায়ের হয়েছে ।  নিহতের স্বামী রহিজ উদ্দিন বাদী হয়ে সোমবার বিকেলে সরিষাবাড়ী থানায় মামলা দায়ের করেন।

স্থানীয় ও মামলা সুত্রে জানা যায়,উপজেলার ভাটারা ইউনিয়নের ফুলনাড়ীয়া গ্রামের ফরহাদ আলীর ছেলে জিহাদ মিয়া কিছুদিন পূর্বে হাফিজিয়া মাদ্রাসা থেকে কোরআনের হাফেজ হয়ে বের হওয়ায় বাবার কাছে একটি মোবাইল ফোন দাবি করে আসছিল। কিন্তু বাবা ফরহাদ আলী ছেলেকে মোবাইল কিনে দিতে রাজি না হওয়ায় ১৭ সেপ্টেম্বর শনিবার দুপুরে তাদের বাবা- ছেলের মধ্যে ঝগড়া লাগে। আর এই ঝগড়া ফেরাতে গিয়েই ইটের ঢিলের স্বীকার হয়ে সরিষাবাড়ী উপজেলার ভাটারা ইউনিয়নের রইস উদ্দিনের স্ত্রী মেহেরুন্নেসা ঘটনাস্থলেই মারা যান।  পরে পুলিশ সংবাদ পেয়ে  সরিষাবাড়ী থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ মহব্বত কবীর ও ওসি তদন্ত আব্দুল মজিদ ঘটনাস্থল পরিদর্শন করে নিহতের লাশটি উদ্ধার করে শনিবার সন্ধ্যায় সরিষাবাড়ী থানায় নিয়ে আসে ।পরদিন ১৮ সেপ্টেম্বর রবিবার সকালে জামালপুর জামালপুর জেনারেল হাসপাতালে ময়না তদন্তের জন্য প্রেরণ করেন।  ১৮ সেপ্টেম্বর নিহতের জানাযা দাফন সম্পন্ন হয়।  ২০ সেপ্টেম্বর সোমবার নিহতের স্বামী রহিজ উদ্দিন ৩০৪ ধারায় জিহাদকে প্রধান আসামী করে থানায় মামলা দায়ের করে।  মামলা নংঃ ২৪,তারিখঃ১৯/৯/২০২২ ইং।  আসামী গ্রেফতার ও  সঠিক তদন্তের মাধ্যমে বিচারের দাবি জানিয়েছেন স্থানীয় এলাকাবাসী৷

এ বিষয়ে সরিষাবাড়ী থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ মহব্বত কবীর জানান, নিহতের স্বামী জিহাদকে প্রধান আসামী করে থানায় মামলা দায়ের করেছে। আসামী গ্রেফতারের চেষ্টা চলছে। দ্রুতই আসামীকে গ্রেফতার করবে সরিষাবাড়ী থানা পুলিশ।

দৈনিক জামালপুর
দৈনিক জামালপুর