• বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৪ ১৪৩০

  • || ১৭ রমজান ১৪৪৫

দৈনিক জামালপুর

মেলান্দহে ১৯টি মন্দিরে দুর্গাপূজার প্রস্তুতি

দৈনিক জামালপুর

প্রকাশিত: ২১ সেপ্টেম্বর ২০২২  

জামালপুরের মেলান্দহ উপজেলায় ১৯টি মন্দিরে উদযাপিত হবে শারদীয় দুর্গাপূজা। সার্বজনীন শারদীয় দুর্গাপূজা ২০২২ উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

২০ সেপ্টেম্বর বেলা ১১টায় মেলান্দহ মির্জা আজম আধুনিক অডিটোরিয়ামের হলরুমে এ মতবিনিময় সভায় অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সেলিম মিঞার সভাপতিত্বে এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেলান্দহ উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রকৌশলী মো. কামরুজ্জামান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মেলান্দহ উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও মাহমুদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মাদ আলী জিন্নাহ, সাধারণ সম্পাদক মো. জিন্নাহ, মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. দেলোয়ার হোসেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ডা. মো. ইউনুস আলী, জেসমিন আক্তার, মেলান্দহ পৌরসভার কাউন্সিলর ও প্যানেল মেয়র মো. খায়রুল ইসলাম।

উপজেলার বিভিন্ন কর্মকর্তা, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সদস্যবৃন্দ প্রিন্ট ও ইলেকট্রনিকস মিডিয়ার সংবাদকর্মী ছাড়াও উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি সাধারণ ধ্রুব জ্যৌতি ঘোষ, সাধারণ সম্পাদক সুবোধ চন্দ্র অধিকারী উপস্থিত ছিলেন।

এ সময় ধর্মীয় নেতারা পূজার সার্বিক প্রস্তুতি সম্পর্কে বিস্তারিত তথ্য তুলে ধরেন। পুলিশের পক্ষ থেকে আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে সতর্ক অবস্থার কথা উল্লেখ করা হয়।

দৈনিক জামালপুর
দৈনিক জামালপুর