• বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৫ শাওয়াল ১৪৪৫

দৈনিক জামালপুর

বশেফমুবিপ্রবিতে শেখ হাসিনার ৭৬তম জন্মদিন উদযাপন

দৈনিক জামালপুর

প্রকাশিত: ২৮ সেপ্টেম্বর ২০২২  

জামালপুরের মেলান্দহে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে বুধবার (২৮ সেপ্টেম্বর) সকালে বর্ণাঢ্য আয়োজনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৬ তম জন্মদিন উদযাপন করা হয়েছে। 

প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষ্যে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন চত্বরে আলোচনা সভা ও কেক কাটার মধ্য দিয়ে জন্মদিন পালন ও প্রধানমন্ত্রীর দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনা করে বিশেষ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

আলোচনা সভায় উপাচার্য প্রফেসর ড. সৈয়দ সামসুদ্দিন আহমেদ বলেন, বঙ্গবন্ধুর সোনার বাংলা বিনির্মাণে আজীবন সংগ্রামী, উন্নয়নের স্বপ্নদ্রষ্টা শেখ হাসিনা সুখী, সমৃদ্ধ অর্থনীতির অসাম্প্রদায়িক বাংলাদেশ বিনির্মাণের পথে নিরলস কাজ করে চলেছেন। তাঁর স্বপ্ন বাস্তবায়নে সবাই ঐক্যবদ্ধ থেকে প্রতিটি সেক্টরে যারা আমরা রয়েছি তাদের প্রত্যেককে নিজ নিজ জায়গা থেকে সততা ও নিষ্ঠার সঙ্গে কাজ করে যেতে হবে।

আলোচনা সভা ও দোয়া মাহফিল শেষে বিভিন্ন বিভাগের চেয়ারম্যান ও শিক্ষক-কর্মকর্তাদের নিয়ে উপাচার্য বিশ্ববিদ্যালয় চত্বরে আগর গাছের চারা রোপন করেন। 

প্রধানমন্ত্রীর জন্মদিনের অনুষ্ঠানে উপাচার্য প্রফেসর ড. সৈয়দ সামসুদ্দিন আহমেদ ও কোষাধ্যক্ষ মোহাম্মদ আবদুল মান্নান, বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. সুশান্ত ভট্টাচার্য, রেজিস্ট্রার সৈয়দ ফারুক হোসেন, পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর এসএমএ হুরাইরা, অর্থ ও হিসাব বিভাগের পরিচালক খান মো. অলিয়ার রহমান, ছয় বিভাগের চেয়ারম্যান, প্রক্টরিয়াল বডিসহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-কর্মকর্তা, শিক্ষার্থী ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।

দৈনিক জামালপুর
দৈনিক জামালপুর