• বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৪ ১৪৩০

  • || ১৭ রমজান ১৪৪৫

দৈনিক জামালপুর
সর্বশেষ:
চ্যালেঞ্জ মোকাবিলায় তৎপর হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশ সমগ্র বিশ্বে আত্মমর্যাদাশীল একটি জাতি : স্পিকার ভারতের কাছে পাঁচটি খাদ্যপণ্যের নিশ্চিত সরবরাহ চায় বাংলাদেশ চীনের সঙ্গে রাজনৈতিক-অফিসিয়াল যোগাযোগ বাড়াতে প্রস্তুত বাংলাদেশ হাঙ্গেরির প্রেসিডেন্টের কাছে বাংলাদেশি রাষ্ট্রদূতের পরিচয়পত্র পেশ বঙ্গবন্ধুকে হত্যার পর স্বাধীনতা ঘোষণার ইতিহাস বিকৃত করা হয় বাংলাদেশের সঙ্গে কাজ করতে প্রস্তুত অস্ট্রেলিয়া বাংলা নববর্ষ উদযাপনে মানতে হবে ১৩ নির্দেশনা পদ্মাসেতুর নির্মাণশৈলী দেখে মুগ্ধ ভুটানের রাজা অ্যানেসথেসিয়াজনিত দুর্ঘটনা প্রতিরোধে মন্ত্রণালয়ের ৬ দফা নির্দেশনা

মেলান্দহ আ’লীগের ৩ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত

দৈনিক জামালপুর

প্রকাশিত: ৫ অক্টোবর ২০২২  

আগামী ২ নভেম্বর জামালপুরের মেলান্দহের নবগঠিত হাজরাবাড়ি পৌরসভা, আদ্রা এবং ফুলকোচা ইউপি নির্বাচন অনুষ্ঠিত হবে। হাজরাবাড়ি পৌরসভা নির্বাচনে মেয়র পদে আলহাজ শামসুজ্জামান সুরুজ মেম্বারকে মনোনয়ন দিয়েছে বাংলাদেশ আওয়ামী লীগ। 

সুরুজ মেম্বার হাজরাবাড়ি পৌর আ’লীগের সভাপতি। ২০১৬ সালের ৩ নভেম্বর হাজরাবাড়ি পৌরসভা গঠিত হয়। প্রায় ১৪ হাজার  ৮৮৪ জন ভোটার প্রথমবারের মতো ভোটাধিকার প্রয়োগ করবেন।

 প্রবীন এই রাজনীতিকের প্রতিদ্বন্ধি হিসেবে ফুলকোচা ইউপির সাবেক চেয়ারম্যান মঞ্জুরুল হক মঞ্জু আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী হিসেব প্রতিদ্বন্ধিতা করবেন বলে প্রচারণা চালাচ্ছে। মঞ্জু একসময়ে ছাত্র লীগ নেতা ছিলেন। বিগত বিএনপি’র ৪ দলীয় জোটের আমলে মির্জা আজম ও হাজী দিদার পাশার মধ্যে রাজনৈতিক দ্বন্ধ চলে। এ সময় হাজী দিদার পাশার হাত ধরে মঞ্জু বিএনপিতে যোগদান করে ইউপি চেয়ারম্যান নির্বাচিত হন। পরে হাজী দিদার পাশার হাত ধরেই তিনিও আওয়ামী লীগে ফিরে আসেন। 

স্বতন্ত্র প্রার্থী হিসেবে সাবেক জেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার এবং মেলান্দহ উপজেলা পরিষদের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান একেএম হাছান হাজারী ময়েনের ছেলে প্রভাষক মাহমুদুল হাসান সুমন হাজারী মেয়র পদে প্রতিদ্বন্ধিতা করার ঘোষণা দিয়েছেন। সুমন হাজারী মূলত: বিএনপি’র রাজনীতিতে সম্পৃক্ত। হাজী দিদার পাশা মেলান্দহ বিএনপির সভাপতি মোস্তাফিজুর রহমান বাবুলের বিপক্ষে অবস্থান নেন। সুমন হাজারী হাজী দিদার পাশা গ্রæপে সক্রিয় হন। হাজী দিদার পাশা পূণ: আওয়ামী লীগে ফিরলে; সুমন হাজারী রাজনীতি থেকে ইস্তফা নেন। 

অপরদিকে আদ্রা ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে রফিকুল ইসলাম খোকাকে মনোনয়ন দিয়েছে আওয়ামী লীগ। তিনি আদ্রা ইউনিয়ন আ’লীগের প্রতিষ্ঠাতা আহবায়ক আ: সালাম গদাই চেয়ারম্যানের ছেলে। শিল্পপতি-সমাজসেবক হিসেবে তাঁর পরিচিতি আছে। 

দলীয়সূত্রে জানা গেছে, এই ইউনিয়নে দলীয় সিদ্বান্তের বাইরে কেও নির্বাচনে প্রতিদ্বন্ধিতা করবে না। এমনকি বিএনপি বা অন্য কোন দল বা স্বতন্ত্র থেকেও চেয়ারম্যান পদে প্রতিদ্বন্ধিতা করার সম্ভাবনা নেই। সেই ক্ষেত্রে আদ্রা ইউপি নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী রফিকুল ইসলাম খোকা বিনা প্রতিদ্বন্ধিতায় নির্বাচিত হওয়া এখন সময়ের ব্যাপার মাত্র। 

৯ হাজার ৯শ’ ৭৮ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।

একইসাথে ফুলকোচা ইউপি নির্বাচনে মামুনুর রশিদকেও মনোনয়ন দিয়েছে আওয়ামী লীগ। এই ইউনিয়নে আওয়ামী লীগ থেকে বহিস্কৃত নেতা কামাল উদ্দিন কামাল মেম্বার স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্ধিতা করার ঘোষণা দিয়ে মাঠ চষে বেড়াচ্ছেন। ভোটারদের ধারণা সুষ্ঠু নির্বাচন হলে দলীয় প্রার্থী মামুন বনাম কামাল মেম্বার ফ্যাক্টর হয়ে দাড়াবে।
 

দৈনিক জামালপুর
দৈনিক জামালপুর