• শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৬ শাওয়াল ১৪৪৫

দৈনিক জামালপুর

দেওয়ানগঞ্জে চেক জালিয়াতি ও প্রতারণা মামলার আসামি আকবর আটক

দৈনিক জামালপুর

প্রকাশিত: ১০ নভেম্বর ২০২২  

জামালপুরের দেওয়ানগঞ্জে যমুনা বহুমুখী সমবায় সমিতির ব্যবস্থাপক চেক জালিয়াতি ও প্রতারণা মামলার অভিযুক্ত পলাতক ওয়ারেন্টভুক্ত আসামি আকবর হোসেনকে (৫০) ঢাকা উত্তরা ৭ নম্বর সেক্টর থেকে আটক করেছে দেওয়ানগঞ্জ থানা পুলিশ। ৯ নভেম্বর সন্ধ্যায় তাকে আটক করে ১০ নভেম্বর সকালে দেওয়ানগঞ্জ থানায় আনা হয়েছে।

জানা গেছে, পৌর শহরের বানিয়ানীর পূর্বপাড়া এলাকার সোনাউল্লাহ মোল্লার ছেলে আকবর হোসেন উপজেলার হাতীভাঙ্গা ইউনিয়নের কাঠারবিল বাজারে যমুনা বহুমুখি সমবায় সমিতির মাধ্যমে এলাকাবাসীর কাছ থেকে প্রায় ৪০ কোটি টাকা হাতিয়ে নিয়ে ২০২০ সালে পালিয়ে যায়। ভুক্তভোগীরা তাকে না পেয়ে ৩টি চেক জালাতি ও ৫টি প্রতারণা মামলা দায়ের করেন আদালতে। আদালতে হাজির না হওয়ায় তার বিরুদ্ধে ৮টি ওয়ারেন্ট ইস্যু হলে দেওয়ানগঞ্জ মডেল থানা পুলিশ তাকে ঢাকা উত্তরা ৭ নম্বর সেক্টর থেকে আটক করেন।

দেওয়ানগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শ্যামল চন্দ্র ধর সত্যতা নিশ্চিত করে জানান, আকবর হোসেন ৩টি চেক জালিয়াতি ও ৫টি প্রতারণা মামলার ওয়ারেন্টভুক্ত আসামি। সে দীর্ঘদিন পলাতক থাকায় ৯ নভেম্বর সন্ধ্যায় উত্তরা থেকে আটক করে আনা হয়েছে। ১০ নভেম্বর দুপুরে তাকে জামালপুর জেল হাজতে পাঠানো হয়েছে।

দৈনিক জামালপুর
দৈনিক জামালপুর