• শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৫ ১৪৩০

  • || ১৮ রমজান ১৪৪৫

দৈনিক জামালপুর

জামালপুরে জেন্ডারভিত্তিক সহিংসতা প্রতিরোধ বিষয়ক প্রশিক্ষণ

দৈনিক জামালপুর

প্রকাশিত: ২২ নভেম্বর ২০২২  

জেন্ডারভিত্তিক সহিংসতা প্রতিরোধে প্রত্যেক উন্নয়নকর্মী বিশেষ করে কমিউনিটি ফ্যাসিলিটেটরদের নির্দেশনামূলক সহায়িকা হিসেবে জিবিভি পকেট গাইডের উপর ধারণায়ণের লক্ষ্যে জামালপুরে ওয়ার্ল্ড ভিশনের এনএসভিসি প্রকল্পের আওতায় ২২ নভেম্বর দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এনএসভিসি প্রকল্পের জেন্ডার বিশেষজ্ঞ রুমা ইয়াসমিন।

উন্নয়ন সংঘের প্রশিক্ষণ কেন্দ্র ডিটিআরসিতে অনুষ্ঠিত প্রশিক্ষণের অন্যান্যের বক্তব্য রাখেন উন্নয়ন সংঘের মানবসম্পদ বিভাগের পরিচালক জাহাঙ্গীর সেলিম, ওয়ার্ল্ড ভিশন এনএসভিসি প্রকল্পের ব্যবস্থাপক অসীম চ্যাটার্জি, উপজেলা সমন্বয়কারী রেজাউল করিম, জেন্ডার কর্মকর্তা সাদেকা বেগম, কৃষি কর্মকর্তা গৌরাঙ্গ সাহা প্রমুখ।

প্রশিক্ষণের কার্যক্রম বাস্তবায়নে সুযোগ ও বাধা বা চ্যালেঞ্জ নিয়ে আলোচনা, কর্মপরিকল্পনা তৈরিসহ জেন্ডারভিত্তিক সহিংসতা প্রতিরোধে এবং পকেট গাইড অনুসরণের বিভিন্ন কৌশল নিয়ে আলোচনা করা হয়। প্রশিক্ষণে এনএসভিসি প্রকল্পের সদর উপজেলার ২৭ জন কমিউনিটি সহায়ক অংশ নেন।

উল্লেখ, অস্ট্রেলিয়া সরকারের অস্ট্রেলিয়া এনজিও কো-অপারেশনর আর্থিক সহায়তায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ নিউট্রিশন সেনসেটিভ ভ্যালু চেইনস্ ফর স্মলহোল্ডার ফারমারস্ (এসএসভিসি) প্রকল্পটি উন্নয়ন সংঘের সাথে অংশীদারিত্বের ভিত্তিতে জামালপুর জেলার ৩টি উপজেলায় (জামালপুর সদর, ইসলামপুর ও দেওয়ানগঞ্জ উপজেলা) বাস্তবায়ন করছে। প্রকল্পটি ২০ হাজার জন ক্ষুদ্র কৃষক ও তাদের পরিবারের নিয়ে কাজ করছে যার মধ্যে প্রায় ১৩ হাজার ৫০০ জন নারী ও ৬ হাজার ৫০০ জন পুরুষ।

দৈনিক জামালপুর
দৈনিক জামালপুর