• বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৫ শাওয়াল ১৪৪৫

দৈনিক জামালপুর

বগুড়ার দু’টি ইউনিয়নের ১৯টি গ্রাম মাদারগঞ্জে অন্তর্ভুক্ত হলো

দৈনিক জামালপুর

প্রকাশিত: ২৭ নভেম্বর ২০২২  

২৭ নভেম্বর নিকার বৈঠকে জামালপুর জেলার মাদারগঞ্জের সাথে বগুড়া জেলার সারিয়াকান্দি উপজেলার দুটি ইউনিয়নের ১৯ গ্রাম ও প্রায় ৪ হাজার একর জমি অর্ন্তভুক্ত হওয়ার খবরে শত বছরের চরবাসীর মধ্যে আনন্দের বন্যা বইছে। শত বছরের জমি নিয়ে একটি বিশাল বিরোধ মিট হওয়ায় এই খবরে চরবাসী প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও জননেতা মির্জা আজমকে অভিনন্দন জানিয়েছেন।

২৭ নভেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে প্রশাসনিক পুনর্বিন্যাস-সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটির (নিকার) বৈঠকে এ সংক্রান্ত প্রস্তাব পাস হয়।

জানা যায় যে, ১৯০৯ সালে কেডিষ্টাল সার্ভের সময় যমুনা নদীর পূর্বপাড়ে ঐ মৌজাগুলো তৎকালীন ময়মনসিংহ জেলার মাদারগঞ্জ থানাধীন ছিলো। পরে নদী ভাঙ্গনের কারণ দেখিয়ে জমিগুলো আর. এস জরিপের সময় তা বগুড়া জেলার সারিয়াকান্দি থানায় অন্তর্ভুক্ত হয়। এই নিয়ে জমির অধিকাংশ মালিক তার জমাজমি হারিয়ে নিঃস্ব হয়ে পড়ে। দখলকার লাঠিয়ালদের দখলে চলে যায় এ সব জমা জমি নিয়ে বহু সংঘর্ষ নিহত ও আহতের ঘটনা ঘটেছে। এই নিয়ে ৫০ বছর মামলা চললে বিগত ২০১৪ সালে তা রায় হয় মাদারগঞ্জের পক্ষে। কিন্তু ঐ সব এলাকা জামালপুরের অর্ন্তগত প্রশাসনিক অঞ্চল না থাকায় জমিগুলো মূল মালিকরা পাচ্ছিল না।

এ বিষয়ে মাদারগঞ্জ মেলান্দের সাংসদ ও বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম জানান, শত বছরের এই বিরোধ নিষ্পত্তি হওয়ায় আমি মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানাই। তিনি জানান, এটা ছিলো আমার নির্বাচনী অঙ্গীকার। তাই আজ আমার এলাকার মানুষ আনন্দিত।

দৈনিক জামালপুর
দৈনিক জামালপুর