• বুধবার ২৪ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১০ ১৪৩১

  • || ১৪ শাওয়াল ১৪৪৫

দৈনিক জামালপুর
সর্বশেষ:
আমাদের সকল প্রাপ্তির দ্বার উন্মোচন করে গেছে মুজিব নগর সরকার অস্ট্রেড কমিশনার মনিকা কেনেডিকে ইউসিবি বাংলাদেশের অভ্যর্থনা ইসলামপুরে হিট স্ট্রোকে ব্যবসায়ীর মৃত্যু হিটস্ট্রোকের ঝুঁকি কমাতে যে নির্দেশনাগুলো দিলো স্বাস্থ্য অধিদফতর বাংলাদেশ জলবায়ু উন্নয়ন অংশীদারিত্ব গঠন: প্রধানমন্ত্রী এক্সারসাইজ টাইগার লাইটনিং (টিএল)-২০২৪ এর উদ্বোধনী অনুষ্ঠিত প্রধানমন্ত্রীর থাইল্যান্ড সফরে সই হবে ৫ চুক্তি ও সমঝোতা বাংলাদেশ-অস্ট্রেলিয়ার মধ্যে বাণিজ্যিক সম্পর্ক জোরদারের তাগিদ আমরা নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বৃদ্ধি করেছি: শেখ হাসিনা যুদ্ধের অর্থ জলবায়ু পরিবর্তনে ব্যয় হলে বিশ্ব বাঁচত

জিলবাংলা চিনিকলে আখ মাড়াই শুরু

দৈনিক জামালপুর

প্রকাশিত: ২ ডিসেম্বর ২০২২  

জামালপুরের দেওয়ানগঞ্জ জিলবাংলা চিনিকলের আখ মাড়াই কার্যক্রম ২ ডিসেম্বর বিকালে শুরু হয়েছে। চিনিকলের কেইন কেরিয়ারে আখ নিক্ষেপ করে ৬৫তম আখ মাড়াই মৌসুমের কার্যক্রম শুভ উদ্বোধন করা হয়।

চিনিকল প্রাঙ্গণে আয়োজিত আলোচনা সভা, মিলাদ মাহফিল ও দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশের আখচাষী কল্যাণ সমিতির সভাপতি ও ধর্ম প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান এমপি।

জিলবাংলা চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক রাব্বিক হাসানের সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথি বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প কর্পোরেশনের পরিচালক (ইক্ষু উন্নয়ন ও গবেষণা) আশরাফ আলী, দেওয়ানগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান সোলায়মান হোসেন ও দেওয়ানগঞ্জ পৌরসভার মেয়র শেখ মোহাম্মদ নুরুন্নবী অপু বক্তব্য রাখেন।

আলোচনা সভায় চিনিকলের বিভিন্ন বিভাগের কর্মকর্তা, আখচাষী ও সুধীবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কৃষিবিদ শফিকুল ইসলাম শিবলী।

জানা গেছে, চলতি মাড়াই মৌসুমে এই চিনিকলে ৮০ হাজার মেট্রিক টন আখ মাড়াই করে ৫ হাজার ৬০০ মেট্রিক টন চিনি উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। চিনি আহরণের গড় হার ধরা হয়েছে ৭ শতাংশ। ৮০ থেকে ৮৫ দিনের মত মাড়াই কার্যক্রম দিবস চলবে।

দৈনিক জামালপুর
দৈনিক জামালপুর