• শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৬ ১৪৩১

  • || ০৯ শাওয়াল ১৪৪৫

দৈনিক জামালপুর

দেওয়ানগঞ্জে বিষ ঢেলে দিয়ে বীজতলা নষ্ট করার অভিযোগ

দৈনিক জামালপুর

প্রকাশিত: ১১ জানুয়ারি ২০২৩  

জামালপুরের দেওয়ানগঞ্জে প্রত্যন্ত এলাকায় ব্যাক্তিগত আক্রোশে ৩/৪ বিঘা জমির বোরো বীজতলা বিষ ঢেলে দিয়ে ধ্বংশ করার অভিযোগ পাওয়া গেছে। ক্ষতিগ্রস্থতরা জানায়, ক্ষতি হওয়া বীজ দিয়ে প্রায় ৭০-৮০ বিঘা জমিতে বোরো ধানের আবাদ করা সম্ভব হতো। জানাগেছে, জেলার দেওয়ানগঞ্জ উপজেলার ভারত সীমান্তবর্তী পাররামরামপুর ইউনিয়নের ৮নং ব্লকের মন্ডলপাড়া গ্রামে ঐ ঘটনা ঘটে মঙ্গলবার। ক্ষতিগ্রস্থ কৃষকদের মধ্যে সবুর মন্ডল, ইয়াছমিন, সিদ্দিকুর রহমান, ছানোয়ার হোসেন, সোহেল মিয়াসহ অনেকে বলেন, আমাদের সন্দেহ একই গ্রামের দুষ্ট প্রকৃতির শাহজাহান শেখ ব্যাক্তিগত আক্রোশে আমাদের বীজতলাগুলো ঘাস মারা বিষ দিয়ে ধ্বংশ করে ফেলেছে। সে এলাকার একজন খারাপ লোক বলে পরিচিত। তার এবং তাদের লোকজনের বীজতলার কোনো ক্ষতি হয়নি। আমাদের টা হয়েছে। এতে সন্দেহ সে এ কাজ করেছে। এব্যাপারে ক্ষতিগ্রস্থ কৃষকরা প্রথমে দল বেধে যান স্থানীয় পাররামরামপুর ইউনিয়নের চেয়ারম্যান মোঃ সেলিম মিয়ার কাছে। চেয়ারম্যান, মেম্বার ও কৃষি বিভাগের কর্মকর্তা সহ তারা ঘটনাস্থল পরিদর্শন করেন। এবং প্রকৃত দোষীদের খুজে বের করার চেষ্টা চালাচ্ছেন। এরপর ক্ষতিগ্রস্থরা একটি লিখিত অভিযোগ দেন স্থানীয় তারাটিয়া পুলিশ তদন্ত কেন্দ্রে। এরপর শতাধিক কৃষক চলে আসেন দেওয়ানগঞ্জ কৃষি অফিস ও উপজেলা পরিষদ প্রাঙ্গনে। এখানে তারা অভিযোগ প্রদান করেন এবং সরেজমিন তদন্ত পূর্বক প্রকৃত দোষীদের আইনের আওতায় এনে দৃষ্টান্ত মূলক শাস্তির দাবী জানান। এব্যাপারে পাররামরামপুর ইউনিয়নের চেয়ারম্যান মোঃ সেলিম মিয়ার সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, অভিযোগ পাওয়া মাত্র তিনি ঘটনাস্থল পরিদর্শন করেছেন। দোষীদের খুজে বের করে দৃষ্টান্ত মূলক শাস্তি প্রদানের প্রয়াস চালাচ্ছি।

দৈনিক জামালপুর
দৈনিক জামালপুর