• শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৫ ১৪৩০

  • || ১৮ রমজান ১৪৪৫

দৈনিক জামালপুর

দেওয়ানগঞ্জের সীমান্ত এলাকার ভুট্টাক্ষেতে ভারতীয় হাতির তাণ্ডব

দৈনিক জামালপুর

প্রকাশিত: ১৪ জানুয়ারি ২০২৩  

জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার ডাংধরা ইউনিয়নের সীমান্তবর্তী গ্রাম মাখনের চর এলাকায় গত কয়েকদিনে ভারতীয়  হাতি নেমে এসে বাংলাদেশী চাষীদের ভুট্টার ব্যাপক ক্ষতি সাধন করেছে। 

এ এলাকার বেশ কয়েকটি পরিবারের বেশ কিছু জমির ভুট্টাক্ষেত বিনষ্ট করেছে। এতে অনেক পরিবার প্রাণহানির আতঙ্ক নিয়ে দিন পার করছে।

স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার সর্ব উত্তরের সীমান্তবর্তী এলাকার ডাংধরা ইউনিয়নের ৪নং ওয়ার্ডের মাখনের চর গ্রামের কয়েকটি কৃষকের ভুট্টার ক্ষেতে গত দু’দিন আগ থেকে ভারতীয় হাতি নেমে এসে ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি করেছে। কিছুদিন গেলে তারা ভুট্টা ঘরে তুলতে পারতেন। অতি দরিদ্র কৃষদের শেষ সম্বলটুকু বিনষ্ট হওয়ায় তারা দুশ্চিন্তায় পড়েছেন।

ক্ষতিগ্রস্ত ভুট্টা চাষী ইজ্জত আলী, রফিকুল ইসলাম জানান, বড় বড় হাতি নেমে আসলে আমরা ভয়ে এলাকা ছেড়ে চলে যাই। তখন এসব হাতি আমাদের ক্ষেতের ভুট্টার গাছ ভেঙেচুরে চলে যায়। হাতির তাণ্ডবে মনে হয় যেন, ঝড় আসায় সব তছনছ হয়ে গেছে।

ডাংধরা ইউনিয়নের ইউপি সদস্য আব্দুস ছালাম জানান, গত মৌসুমে আমন ধান কাটার পর থেকে হাতি নেমে আসা শুরু করেছিল। মাঝে মাঝে বিরতি দিয়ে এখনো চলছে। হাতির দলে ৩০ থেকে ৪০টি হাতি থাকে। বিকেলের পর বাংলাদেশের এরিয়ায় ঢুকে আবার রাতে চলে যায়। মানুষের ঘরবাড়ি ও ক্ষেতের ফসল বিনষ্ট করে চলে যায়। অনেক মানুষ আতঙ্কিত অবস্থায় দিনাতিপাত করছে।

দৈনিক জামালপুর
দৈনিক জামালপুর