• শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৫ ১৪৩০

  • || ১৮ রমজান ১৪৪৫

দৈনিক জামালপুর

বকশীগঞ্জে চোরাই গরু উদ্ধার

দৈনিক জামালপুর

প্রকাশিত: ২৮ জানুয়ারি ২০২৩  

জামালপুরের বকশীগঞ্জে সাধুরপাড়া ইউনিয়নের বাঙ্গাল পাড়া গ্রাম থেকে চোরাই গরু উদ্ধার করেন আনসার সদস্য’রা।

সাধুরপাড়া ইউনিয়নের আনসার কমান্ডার বিছাদ আলী জানান, আমি ও সহকর্মী আনসার সদস্য আঃ আজিজ ২৭ জানুয়ারি দিবাগত রাত ২টার দিকে বাঙ্গাল পাড়া গ্রামে পাহারা দিচ্ছিলাম সে সময় একটি গরু নিয়ে রাস্তা দিয়ে আসতে থাকলে আমাদের উপস্থিতি টের পেয়ে গরু রেখে চোর পালিয়ে যায়। গরুটি উদ্ধার করে পরের দিন পার্শ্ববতী দেওয়ানগঞ্জ উপজেলার চুনিয়া পাড়া গ্রামের গরুর মালিক শাহিনের কাছে হস্থান্তর করা হয়ে। উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা মিজানুর রহমান জানান, বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী দেশের আর্থ- সামাজিক উন্নয়ন ও সামাজিক নিরাপত্তা মূলক কাজ করে থাকে। নারী নির্যাতন, বাল্যবিবাহ রোধ,মাদক চোরাচালান নিয়ন্ত্রণ, চুরি,  ছিনতাই প্রতিরোধ আমরা সর্বদা কাজ করে যাচ্ছি। জেলা কমান্ড্যান্ট মহোদয়ের নির্দেশে আমরা চুরি যাওয়া গরু তার মালিকের হাতে তুলে দেই। আমাদের বকশীগঞ্জ আনসার, ভিডিপি সামাজিক নিরাপত্তা বজায় রাখতে সর্বদা উপজেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের সাথে সমন্বয় করে কাজ করে যাচ্ছি।

 

দৈনিক জামালপুর
দৈনিক জামালপুর