• শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৬ শাওয়াল ১৪৪৫

দৈনিক জামালপুর

জামালপুরে সরকারি আশেক মাহমুদ কলেজের ওরিয়েন্টেশন ও নবীনবরণ

দৈনিক জামালপুর

প্রকাশিত: ১ ফেব্রুয়ারি ২০২৩  

 জামালপুর সরকারি আশেক মাহমুদ কলেজের ২০২২-২৩ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তিকৃত শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন ও নবীনবরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বুধবার ১ ফেব্র“য়ারি দুপুরে সরকারি আশেক মাহমুদ কলেজের ফারুক আহম্মেদ মুক্তমঞ্চে এ ওরিয়েন্টেশন ও নবীনবরণ অনুষ্ঠানের আয়োজন করেন সরকারি আশেক মাহমুদ কলেজ জামালপুর। সরকারি আশেক মাহমুদ কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. হারুন অর রশিদের সভাপতিত্বে ওরিয়েন্টেশন ও নবীনবরণ অনুষ্ঠান উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ফারুক আহম্মেদ চৌধুরী। সরকারি আশেক মাহমুদ কলেজের রসায়ন বিভাগের সহকারী অধ্যাপক আসাদুজ্জামান খান রুবেল ও বাংলা বিভাগের সহকারী অধ্যাপক রেবেকা সুলতানার সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন পৌরসভার মেয়র ও শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ ছানোয়ার হোসেন ছানু, সরকারি আশেক মাহমুদ কলেজের সাবেক অধ্যক্ষ বীর মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম আকন্দ, সাবেক প্রফেসর মো.গোলাম মোস্তফা, সরকারি আশেক মাহমুদ কলেজ শিক্ষক সংসদের সাধারণ সম্পাদক শাকের আহম্মদ চৌধুরী, সরকারি আশেক মাহমুদ কলেজের একাদশ ভর্তি কমিটির আহবায়ক মুহাম্মদ মনজুরুল হক প্রমুখ।আমন্ত্রিত অতিথির বক্তব্য রাখেন জেলা ছাত্রলীগের সভাপতি খাবীরুল ইসলাম খান বাবু, সরকারি আশেক মাহমুদ কলেজ ছাত্রলীগের সভাপতি শামীম আহম্মেদ, সাধারণ সম্পাদক তৌহিদুল ইসলাম তন্ময় ও একাদশ শ্রেণির বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী আফিয়া আহসিন আচল।
বক্তারা বলেন, সরকারি আশেক মাহমুদ কলেজ একটি সুশৃঙ্খল শিক্ষা প্রতিষ্ঠান। এই কলেজ অনেক সুনাম অর্জন করেছে বাংলাদেশে। এছাড়াও শিক্ষার ক্ষেত্রে জামালপুর আশেক মাহমুদ কলেজ অনন্য ভুমিকা রেখেই চলছে। তোমরাই আগামী দিনে স্মার্ট বাংলাদেশ গড়বে। তোমরা যারা আজ এই কলেজে ভর্তি হয়েছো ভালো ভাবে লেখা পড়া করে আশেক মাহমুদ কলেজের মুখ আরো উজ্জ্বল করবে সেই প্রত্যাশা করছি এবং স্মার্টফোনে সময় না দিয়ে লেখা পড়ায় মনোযোগ দেওয়ার আহবান জানান। ২০২২-২৩ শিক্ষাবর্ষে বিজ্ঞান বিভাগের ৩৯৭ জন, মানবিক বিভাগে ৩৮৬জন ও ব্যবসায় শিক্ষা বিভাগে ৩৯৩জন নবীন শিক্ষার্থী ভর্তি হয়েছে। ওরিয়েন্টেশন ও নবীনবরণ অনুষ্ঠান কলেজের সকল শিক্ষক ও শিক্ষার্থীরা অংশ গ্রহণ করেন।

দৈনিক জামালপুর
দৈনিক জামালপুর