• বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৪ ১৪৩০

  • || ১৭ রমজান ১৪৪৫

দৈনিক জামালপুর
সর্বশেষ:
চ্যালেঞ্জ মোকাবিলায় তৎপর হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশ সমগ্র বিশ্বে আত্মমর্যাদাশীল একটি জাতি : স্পিকার ভারতের কাছে পাঁচটি খাদ্যপণ্যের নিশ্চিত সরবরাহ চায় বাংলাদেশ চীনের সঙ্গে রাজনৈতিক-অফিসিয়াল যোগাযোগ বাড়াতে প্রস্তুত বাংলাদেশ হাঙ্গেরির প্রেসিডেন্টের কাছে বাংলাদেশি রাষ্ট্রদূতের পরিচয়পত্র পেশ বঙ্গবন্ধুকে হত্যার পর স্বাধীনতা ঘোষণার ইতিহাস বিকৃত করা হয় বাংলাদেশের সঙ্গে কাজ করতে প্রস্তুত অস্ট্রেলিয়া বাংলা নববর্ষ উদযাপনে মানতে হবে ১৩ নির্দেশনা পদ্মাসেতুর নির্মাণশৈলী দেখে মুগ্ধ ভুটানের রাজা অ্যানেসথেসিয়াজনিত দুর্ঘটনা প্রতিরোধে মন্ত্রণালয়ের ৬ দফা নির্দেশনা

জামালপুরে ৪১তম জাতীয় ক্রিকেট চ্যাম্পিয়নশিপ

দৈনিক জামালপুর

প্রকাশিত: ১০ মার্চ ২০২৩  

চারটি জেলা দল নিয়ে ১০ মার্চ থেকে জামালপুরে শুরু হয়েছে ৪১তম জাতীয় ক্রিকেট চ্যাম্পিয়নশিপ টুর্নামেন্ট ২০২২-২৩।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পৃষ্ঠপোষকতায় ও জামালপুর জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে আঞ্চলিক পর্বে জামালপুর ভেন্যুতে ফরিদপুর, সিরাজগঞ্জ, যশোর ও শরিয়তপুর জেলা দল অংশ নিয়েছে। উদ্বোধনী ম্যাচে ফরিদপুর ৭ উইকেটে হারিয়েছে শরিয়তপুর জেলা দলকে।

জানা গেছে, ১০ মার্চ সকাল পৌনে ৯টায় জামালপুর বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আব্দুল হাকিম স্টেডিয়ামে বেলুন ও টুর্নামেন্ট ফেস্টুন উড়িয়ে ৪১তম জাতীয় ক্রিকেট চ্যাম্পিয়নশিপ টুর্নামেন্টের শুভ উদ্বোধন করেন জামালপুরের জেলা প্রশাসক ও জেলা ক্রীড়া সংস্থার সভাপতি শ্রাবস্তী রায়। এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কাউন্সিলর মির্জা জিল্লুর রহমান শিপন। উদ্বোধনী আনুষ্ঠানিকতায় অন্যান্যের মধ্যে জেলা ক্রীড়া সংস্থার ক্রিকেট উপকমিটির সদস্য সচিব রাজন সাহা, বিসিবি মনোনীত জামালপুর ভেন্যু সমন্বয়কারী মো. মিজানুর রহমান মিজু, শরিয়তপুর জেলা দলের কোচ সেলিম শিকদার ও ফরিদপুর জেলা দলের কোচ তানভির আহমেদ রাজিব উপস্থিত ছিলেন।

পরে জেলা প্রশাসক শ্রাবস্তী রায় উদ্বোধনী ম্যাচে অংশগ্রহণকারী ফরিদপুর ও শরিয়তপুর দলের ক্রিকেটারদের সাথে কুশল বিনিময় করেন। টুর্নামেন্ট চলবে ১৭ মার্চ পর্যন্ত।

উদ্বোধনী ম্যাচে অংশ নেয় ফরিদপুর ও শরিয়তপুর জেলা দল। টসে জয়লাভ করে শরিয়তপুর জেলা দলের অধিনায়ক জাকির কোতোয়াল ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন।

প্রথম ইনিংসে ব্যাটিংয়ে নেমে অধিনায়ক জাকির কোতোয়ালের শরিয়তপুর জেলা দল নির্ধারিত ৫০ ওভারের মধ্যে ৩৪.৩ ওভারের সময় সবগুলো উইকেট হারায়। তারা সংগ্রহ করে মাত্র ৭৭ রান। তাদের ব্যাটার নাইম সর্বোচ্চ ২২(৬৩) রান করেন। প্রতিপক্ষ ফরিদপুর জেলা দলের বোলার উত্তম কুমার ৩/৮, রিয়াজুল হুদা ২/৭, রনি ইসলাম ২/১০, সবুজ শেখ ২/২৩ ও শাদাত হোসাইন ১/৫ উইকেট নেন।

জবাবে দ্বিতীয় ইনিংসে প্রতিপক্ষের দেওয়া ৭৮ রানের লক্ষ্য নিয়ে ব্যাটিংয়ে নামে অধিনায়ক উত্তম কুমারের ফরিদপুর জেলা দল। তারা মাত্র ১১.১ ওভারেই ৩ উইকেটের বিনিময়ে ৭৮ রান করে ম্যাচ জিতেছে। তারা ম্যাচ জিতেছে ৭ উইকেটে। হেরেছে শরিয়তপুর জেলা দল।

এই ইনিংসে ফরিদপুর জেলা দলের ব্যাটার সিফাত সাদিক* সর্বোচ্চ ৪৩(২৫), যোবাইর হোসাইন ১১(১১), শাহরিয়ার ১০(১৭) ও উত্তম কুমার* ২(৩) উইকেট নেন। প্রতিপক্ষ শরিয়তপুর জেলা দলের বোলার জাকির কোতোয়াল ২/৩৫ ও সাগর ১/৮ উইকেট নেন। ম্যাচসেরা হয়েছে ফরিদপুরের সিফাত সাদিক। ম্যাচে আম্পায়ার ছিলেন মো. মাসুদ রানা ও সোহেল আহমেদ।

১১ মার্চ টুর্নামেন্টের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হবে সিরাজগঞ্জ ও যশোর জেলা দল। ম্যাচ শুরু হবে সকাল ৯টায়।

দৈনিক জামালপুর
দৈনিক জামালপুর