• শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৬ ১৪৩১

  • || ০৯ শাওয়াল ১৪৪৫

দৈনিক জামালপুর

“স্কাউট-ই নতুন প্রজন্মকে নৈতিক ও জীবনধর্মী প্রশিক্ষণ দিয়ে থাকে”

দৈনিক জামালপুর

প্রকাশিত: ১১ মার্চ ২০২৩  

ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান বলেছেন, স্কাউট সদস্যরাই পারবে আগামীতে দেশকে এগিয়ে নিতে। তোমাদের মাঝ থেকেই তো সেই নেতৃত্ব গড়ে উঠবে। স্কাউট-ই নতুন প্রজন্মকে নৈতিক ও জীবনধর্মী প্রশিক্ষণ দিয়ে থাকে। আর তরুণদের মধ্যে আধুনিক সৃজনশীল গুণাবলী বিকশিত হয়। পরোপকারী হিসেবে সমাজ সেবার ক্ষেত্রে বিশেষ অবদান রেখে যাচ্ছে।

প্রতিমন্ত্রী জামালপুরের ইসলামপুরে শুক্রবার বিকালে সরকারী নেকজাহান মডেল স্কুল মাঠে ৪র্থ ইসলামপুর উপজেলা স্কাউট সমাবেশ ও কাব ক্যাম্পুরী উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, স্কাউটদের মধ্যেই সুপ্ত আছে আমাদের দেশের ভবিষ্যত, রাজনৈতিক নেতা, প্রধানমন্ত্রী, মন্ত্রী, বিজ্ঞানী, চিকিৎসক, অর্থনীতিবিদ, প্রকৌশলী, কবি-সাহিত্যিক, প্রশাসক শিক্ষক, প্রতিরক্ষা বাহিনীর সদস্য, যারা দেশের সেবা করছে। তোমাদের মাঝ থেকেই সকলে উঠে আসবে।

ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা আশরাফ হোসেনেরর সভাপতিত্বে বিশেষ অতিথি জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান মজিবুর রহমান শাহজাহান,পৌর মেয়র আঃ কাদের শেখ,উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এড. আঃ সালাম,উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আঃ খালেক আকন্দ, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আরিফা আক্তার,উপজেলা ক্রীড়া সম্পাদক খলিলুর রহমান,উপজেলা আওয়ামী লীগের কোষাধক্ষ মোরশেদুর রহমান খান মাসুম, প্রমুখ বক্তব্য রাখেন। 

৬দিন ব্যাপী স্কাউট ও কাব কাম্পুরী দল অংশ গ্রহনে স্কাউট সমাবেশে ২২টি শিক্ষা প্রতিষ্ঠান অংশ গ্রহন করে। কাব কাম্পুরীতে ২৫টি প্রতিষ্ঠান অংশ গ্রহন করার কথা রয়েছে।
 

দৈনিক জামালপুর
দৈনিক জামালপুর