• বুধবার ২৪ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১১ ১৪৩১

  • || ১৪ শাওয়াল ১৪৪৫

দৈনিক জামালপুর

মেলান্দহের ইজিবাইক চালক নাজমুল হত্যার প্রধান আসামি গ্রেপ্তার

দৈনিক জামালপুর

প্রকাশিত: ১৪ মার্চ ২০২৩  

জামালপুরের মেলান্দহ উপজেলায় ইজিবাইক চালক নাজমুল হত্যার ঘটনায় প্রধান আসামি মাসুদকে (মামুন) নারায়ণগঞ্জ থেকে গ্রেপ্তার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।

১৩ মার্চ রাত ১১টায় নারায়ণগঞ্জের লামাপাড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার মামুন মেলান্দহ উপজেলার মহিরামকুল গ্রামের মৃত বিল্লাল হোসেনের ছেলে। এঘটনায় এখন পর্যন্ত দুইজনকে গ্রেপ্তার করেছে আইন শৃঙ্খলা বাহিনী।

পিবিআই জামালপুরের পুলিশ সুপার সালাহ উদ্দীন বলেন, মেলান্দহ উপজেলার বাগবাড়ী এলাকার বিল থেকে অটোরিকশা চালকের লাশ উদ্ধারের খবরে পিবিআইয়ের একটি টিম ঘটনাস্থলে যায়। পরে হত্যাকাণ্ডের তদন্ত শুরু করি। তদন্তে হত্যার মূল আসামিকে সনাক্ত করা হয়। তাকে গ্রেপ্তারের অভিযান পরিচালনা করে নারায়ণগঞ্জ থেকে গ্রেপ্তার করা হয়। সে হত্যার কথা স্বীকার করেছে। ব্যাটারি চুরি করার জন্য নাজমুলকে হত্যা করেছে মাসুদ ওরফে মামুন।

গত ১১ মার্চ সন্ধ্যা থেকে ব্যাটারিচালিত ইজিবাইকসহ নিখোঁজ হয় চালক নাজমুল হোসেন। পরে ১২ মার্চ সকালে বাগবাড়ী একটি পুকুর থেকে ইজিবাইকটি ও রেখিরপাড়া মরাডাংগী বিল থেকে চালক নাজমুল হোসেনের লাশ উদ্ধার করে পুলিশ। নিহত নাজমুল হোসেন মেলান্দহ উপজেলার মহিরামকুল এলাকার আবুল হোসেনের ছেলে। এই ঘটনায় নাজমুল হোসেনের বাবা আবুল হোসেন বাদি হয়ে অজ্ঞাত আসামি করে মেলান্দহ থানায় একটি মামলা করেন। ঐদিন লাশ উদ্ধারের ৬ ঘণ্টার মধ্যে আমিনুল ইসলাম নামে এক আসামিকে গ্রেপ্তার করে মেলান্দহ থানার পুলিশ।

দৈনিক জামালপুর
দৈনিক জামালপুর