• শনিবার ২০ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৭ ১৪৩১

  • || ১০ শাওয়াল ১৪৪৫

দৈনিক জামালপুর

অটোবাইক চালক হত্যার প্রধান আসামি আটক, অটোবাইক উদ্ধার

দৈনিক জামালপুর

প্রকাশিত: ১৮ মার্চ ২০২৩  

জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় আলোচিত অটোবাইক চালক হত্যার প্রধান আসামি জামাল উদ্দিন (৩৫) নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। ১৭ মার্চ বিকালে আসামি জামাল উদ্দিনকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। এ ঘটনায় ছিনতাই হওয়া অটোবাইকটি পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করে পুলিশ।

আটক জামাল উদ্দিন পোগলদিঘা ইউনিয়নের মালিপাড়া গ্রামের আব্দুল গণি মিয়ার ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার ডোয়াইল ইউনিয়নের মাজালিয়া গ্রামের জলিল খার ছেলে ব্যাটারি চালিত অটোবাইক চালক স্বাধীন মিয়া (২৫)।১৪ মার্চ রাতে সে অটোবাইকসহ নিখোঁজ হয়। পরেরদিন ১৫ মার্চ দুপুরে পোগলদিঘা ইউনিয়নের বয়ড়া ব্রীজের নিচ থেকে স্বাধীন মিয়ার লাশ উদ্ধার করে পুলিশ।

এ ঘটনায় ১৬ মার্চ রাতে নিহতের মা বানেছা বেগম বাদি হয়ে থানায় অজ্ঞাতনামা একটি মামলা দায়ের করেন। পুলিশ ১৭ মার্চ সকালে হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে জামাল উদ্দিনকে আটক করে। ওই দিন দুপুরে মহাদান ইউনিয়নের রাজার মোড় এলাকায় রাস্তায় পরিত্যক্ত অবস্থায় ছিনতাই হওয়া অটোবাইকটি উদ্ধার করে। ১৭ মার্চ বিকেলে জামাল উদ্দিনকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠিয়েছে পুলিশ।

এ বিষয়ে সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহব্বত কবির জানান, অটোবাইক চালক স্বাধীন হত্যা মামলায় জড়িত সন্দেহে জামাল উদ্দিনকে আটক করে আদালতের মাধ্যমে জেল-হাজতে পাঠানো হয়েছে। ছিনতাই হওয়া অটোবাইক পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করা হয়েছে বলেও তিনি জানান।

দৈনিক জামালপুর
দৈনিক জামালপুর