• বুধবার ২৪ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১০ ১৪৩১

  • || ১৪ শাওয়াল ১৪৪৫

দৈনিক জামালপুর

দেওয়ানগঞ্জ উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডার পদে নির্বাচন ১৩ মে

দৈনিক জামালপুর

প্রকাশিত: ২৩ মার্চ ২০২৩  

জামালপুর জেলার দেওয়ানগঞ্জ উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডার পদে নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ১৩ মে শনিবার। নির্বাচনের রিটার্নিং অফিসার ও দেওয়ানগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার কামরুন্নাহার শেফার অফিস সূত্রে জানা যায়, নির্বাচনী তফসিল মোতাবেক ৫ এপ্রিল মনোনয়নপত্র দাখিল, ৯ এপ্রিল মনোনয়নপত্র বাছাই, প্রার্থীতা প্রত্যাহার ১৬ এপ্রিল, চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ ১৭ এপ্রিল, প্রতীক বরাদ্দ ১৮ এপ্রিল এবং গোপন ব্যালট পেপারের মাধ্যমে ভোট গ্রহণ হবে ১৩ মে ২০২৩ শনিবার। এ দিকে তফসিল ঘোষণার পরই সম্ভাব্য কমান্ডার পদ প্রার্থী যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা তারিকুজ্জামান তারিক সময়ে সময়ে মিটিং করা ছাড়াও উপজেলার পৌরসভা সহ প্রত্যেক ইউনিয়নের ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে দোআ ও ভোট প্রার্থনা করছেন। এ সাংবাদিকের সাথে আলাপকালে কমান্ডার পদ প্রার্থী তারিকুজ্জামান তারিক বলেন, আমি আসন্ন নির্বাচনে কমান্ডার পদে একজন প্রার্থী। জয়ের ব্যাপারে শতভাগ নিশ্চিত। অপর দিকে দেওয়ানগঞ্জ উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার ও মুক্তিযুদ্ধ কালীন কোম্পানী কমান্ডার বীর মুক্তিযোদ্ধা এডভোকেট মোঃ খাইরুল ইসলাম নিজেকে কমান্ডার প্রার্থী হিসেবে ঘোষণা করেছেন। তিনি মোবাইল ফোনে এ সাংবাদিককে জানান, বেশ ক’দিন ধরে তিনি শারীরিক অসুস্থতায় ভুগছেন। বর্তমানে আমি ঢাকায় চিকিৎসাধীন। শীঘ্রই আমি দেওয়ানগঞ্জে এসে তফসিল মোতাবেক যা যা করণীয় সব কিছু করবো এবং সম্মানীত বীর মুক্তিযোদ্ধা ভোটারদের সাথে আলোচনায় বসবো ইনশাল্লাহ। দেওয়ানগঞ্জ উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার পদে নির্বাচনের তফসিল ঘোষণা হবার পর উপজেলার মুক্তিযোদ্ধা ভোটারদের মাঝে আলোচনার ঝড় উঠেছে। কে ভাল, কে মন্দ, কে যোগ্য কাকে ভোট দেওয়া যাবে তা নিয়ে চারিদিকে আলোচনা শুরু হয়েছে। এ রির্পোট লেখা পর্যন্ত এ দুই প্রার্থী কমান্ডার প্রার্থী ঘোষণা দিয়েছেন।

দৈনিক জামালপুর
দৈনিক জামালপুর