• বুধবার ২৪ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১১ ১৪৩১

  • || ১৪ শাওয়াল ১৪৪৫

দৈনিক জামালপুর

বশেফমুবিপ্রবি গবেষণায় ব্র্যান্ড বিশ্ববিদ্যালয় হবে : উপাচার্য

দৈনিক জামালপুর

প্রকাশিত: ২৯ মার্চ ২০২৩  

সুশাসন প্রতিষ্ঠার নিমিত্তে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (বশেফুমবিপ্রবি) অংশীজনদের (স্টেকহোল্ডার) অংশগ্রহণে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বার্ষিক কর্মসম্পাদন চুক্তির (এপিএ) ত্রৈমাসিক মূল্যায়ন প্রতিবেদন বিষয়ে ২৯ মার্চ বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে উপাচার্য দপ্তরের সভাকক্ষে এ সভার আয়োজন করা হয়।

এতে প্রধান আলোচক হিসাবে উপাচার্য প্রফেসর ড. মো. কামরুল আলম খান উপস্থিত ছিলেন। বক্তৃতায় তিনি বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়কে উচ্চশিক্ষা ও গবেষণার ক্ষেত্রে দেশে একটি ‘ব্র্যান্ড বিশ্ববিদ্যালয়’ হিসেবে গড়ে তোলার পদক্ষেপ নেয়ার কথা জানান।

উপাচার্য বলেন, সরকার এ বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠায় ৫০০ একর জমি বরাদ্দ দিয়েছে। এরই আলোকে আমরা একটি আধুনিক ক্যাম্পাস স্থাপনের লক্ষ্যে উন্নয়ন প্রকল্প প্রস্তাব (ডিপিপি) প্রণয়ন করে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে জমা দিয়েছি। যা পরীক্ষা-নিরীক্ষার চূড়ান্ত কাজ চলছে। পরিকল্পনায় রিসার্চ ইনস্টিটিউটসহ সর্বাধুনিক ল্যাব সুবিধা ছাড়াও গবেষণার জন্য আনুষঙ্গিক পরিবেশ তৈরির রূপরেখা রয়েছে।

সমন্বিত ওই পরিকল্পনা বাস্তবায়িত হলে এ উচ্চশিক্ষা প্রতিষ্ঠান দেশে একটি ব্র্যান্ড বিশ্ববিদ্যালয় রূপে গড়ে উঠবে। এছাড়া বর্তমানে নতুন বিশ্ববিদ্যালয় হওয়া সত্ত্বেও উচ্চশিক্ষার গুণগত মান বজায় রাখার স্বার্থে নানামুখী পদক্ষেপ চলমান রয়েছে।

সভায় বিশ্ববিদ্যালয়ে সুশাসন নিশ্চিতে গুণগতমানের সেবা প্রদান ও পারস্পরিক সহযোগিতা এবং ফলপ্রসু যোগাযোগে গুরুত্বারোপ করাসহ বিভিন্ন বিষয় মতামত ও আলোচনা করা হয়।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে রেজিস্ট্রার সৈয়দ ফারুক হোসেন বক্তৃতা করেন। এপিএ এর ফোকাল পয়েন্ট সহকারী রেজিস্ট্রার মো. আনিসুজ্জামানের সভাপতিত্বে সভায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও কর্মকর্তা, সাংবাদিকবৃন্দ, ছাত্র প্রতিনিধি, কর্মচারীবৃন্দ ছাড়াও বিভিন্ন পর্যায়ের অংশীজনেরা উপস্থিত ছিলেন।

দৈনিক জামালপুর
দৈনিক জামালপুর