• বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৫ শাওয়াল ১৪৪৫

দৈনিক জামালপুর

মাদারগঞ্জে তামাক বিরোধী প্রশিক্ষণ অনুষ্ঠিত

দৈনিক জামালপুর

প্রকাশিত: ৯ মে ২০২৩  

জামালপুরের মাদারগঞ্জে তামাক বিরোধী প্রশিক্ষণ অনু্ষ্িঠত হয়েছে। গত সোমবার বেলা ১১ টায় উপজেলা পরিষদ সভাকক্ষে এ প্রশিক্ষণ অনু্ষ্িঠত হয়। উপজেলা নির্বাহি অফিসার ইলিশায় রিছিলের সভাপতিত্বে বক্তব্য রাখেন মাদারগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান ওবায়দুর রহমান বেলাল, স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ সাইফুল ইসলাম জয়, কৃষি কর্মকর্তা মোঃ শাহাদুল ইসলাম, এনজিও প্রতিনিধি জাহিদ হাসান ও ইসলামিক ফাউন্ডেশনের ফিল্ড সুপারভাইজার গোলাম কাদের কিবরিয়া প্রমূখ। আয়োজনে উপজেলা প্রশাসন মাদারগঞ্জ ও সহযোগীতায় জাতীয় তামাক নিয়ন্ত্রণ সেল, স্বাস্থ্য সেবা বিভাগ, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রনালয়। এ সময় উপজেলা সহকারী কমিশনার ভূমি আমেনা খাতুন, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান সমসাদ আরা রেবা, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বদরুল আলম সরদার, মোজাম্মেল হক বাচ্চু, মোস্তাফিজুর রহমান, সুজা মিয়াসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। বক্তারা তামাক কে না বলি এ স্লোগানে জনসমক্ষে ধুমপান করা থেকে বিরত রাখার আহবান জানান সেই সাথে মোবাইল কোর্ট পরিচালনা সহ ধুমপান ক্ষতিকর’ এতে মৃত্যু ডেকে আনে এ জন্য সকলকে সচেতন হওয়ার জন্য আহবান করা হয়।

দৈনিক জামালপুর
দৈনিক জামালপুর